kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shreya ghoshal - tar katha كلمات أغنية

Loading...

তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে

এই আলো_নেভা মোহিনী রাত কী বলে যায়
মন বোঝে না তো জেগে থাকে, তবু হাসায়

দেখা সে দিলো না, কাছে সে এলো না
হলো যে অধরা

তার কথা পড়ে মনে

ঝড় জেগেছে আজ, মনে মনে ঝরে পাতা
আজ কবিতা_গান সবই খোঁজে নীরবতা

সে তবু বোঝেনি, ফিরেও দেখেনি
অবহেলাতে যে

তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...