kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shreya ghoshal, shaan & anupam roy - katakuti khela (from "zulfiqar") كلمات أغنية

Loading...

বেশ তো ছিলি অন্য দেশে মাখলি কেন জল
ডুবছি ভাসছি এই দরিয়ায় চলছি অনর্গল।। (২ বার)

অভিমানে অভিযোগে ফিরিয়ে দেবার ছল
হাসির দমক লাগছে গায়ে আমার চোখেও জল
আমি তোর কুরবেতের আশায় ঘরময় রঙ মাখিয়ে যাই
তর ঘড়ি জুড়ে আমার সময় থাক।

হে… কিস্মাতে বানানো তোর রেখায়
আবারও ভুল করে কাটাকুটি খেলায়
তোর কিছু বানানো নাম ধরে
আমিও ভুল করে দেখেছি শেষ বেলায়।

এক-পা দু’পা ট্রামের মতও চোখের কাছে আয়
উড়িয়ে দেবার আগেই আমি আবার হোঁচট খাই
ভোর রাতে তোর জানলা ভেঙ্গে শব্দ চলাচল
ক্লান্ত নঙ্গর মুখ ফেরালে আমার কথা বল।

আমি তর খুব সহজ বুকে
আমার এই হাত পুড়িয়েছি
তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক।

হে… কিস্মাতে বানানো তোর রেখায়
আবার ভুল করে কাটাকুটি খেলায়
তোর কিছু বানানো নাম ধরে
আমিও ভুল করে দেখেছি শেষ বেলায়।। (২ বার)

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...