shreya ghoshal, pranab biswas - jao pakhi كلمات الأغنية
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে_কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে কানাচ।
ও… যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে_কানাচ।
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে… হুঁ হুঁ হুঁ…
যাও পাখি বলো হাওয়া ছলো ছলো
আবছায়া জানলার কাঁচ।
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে_কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ।
كلمات أغنية عشوائية
- dg frankkis - control. كلمات الأغنية
- pearl jam - once - live in atlanta, georgia, 07-august-2000 كلمات الأغنية
- lil kray - naive كلمات الأغنية
- lunar vacation - sleepy couch كلمات الأغنية
- damar jackson - no protection كلمات الأغنية
- malvins mario - baby كلمات الأغنية
- the wishing well - searchlights on كلمات الأغنية
- the sound of lucrecia - questions كلمات الأغنية
- apolo - titanic كلمات الأغنية
- bloodrock - eleanor rigby كلمات الأغنية