kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shreya ghoshal feat. ishan mitra - esho hey كلمات أغنية

Loading...

সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
সমারোহে এসো হে পরমতর

সুন্দর এসো হে

ঝনক ঝংকারে, উড়ায় শঙ্কারে
খুলেছে দুয়ার
দেরি নাহি আর
এসো হে স্বয়ম্বর, এসো, এসো
সুন্দর এসো হে

সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে

যে মোতি ধরার বুকে পরশে ধারা
যে মোতি ধরার বুকে পরশে ধারা
যে মোতি রাতের মুখে
সুভেশে সুভেশে শুকতারা

সে প্রাণ বহে
এসো হে রূপঙ্কর
সুন্দর (এসো)
সুন্দর এসো, এসো হে

পা মা ধা নি সা মা গা মা রে সা রে সা
পা মা ধা

ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা

যে রূপে আকাশ তটে
চাঁদেরই আলো
যে রূপে আকাশ তটে
চাঁদেরই আলো

যে রূপে ললাট সখী
সিঁদুরে সাজালো, সিঁদুরে
সে রূপ নিয়ে
সে রূপ নিয়ে
এসো হে যুগন্ধর
সুন্দর এসো, এসো হে

সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে

যে পথে সকাল সাঁঝে
ফুলেরও সুবাস
যে পথে সকাল সাঁঝে
ফুলেরও সুবাস
যে পথে বিরহ মিছিল
তিমিরেই, তিমিরেই অবকাশ

সে পথ হয়ে
সে পথ হয়ে
এসো হে মনোহর
সুন্দর এসো, সুন্দর এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...