kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shovan ganguly - adure haowa كلمات الأغنية

Loading...

চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে

আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
কতটা গভীর আজ তোর জল
জানিনা সাতারের কৌশল
কতটা গভীর আজ তোর জল
জানিনা সাতারের কৌশল
এভাবে ভালোবেসে তোর সাথে ভরাডুবি হতে হবে
যে নামে আসবে আজ কোন ভুল
যে নামে চাইবে আজ সে খবর
যে নামে ভাসবে আজ এ শহর
আদুরে হাওয়ায়
যে নামে আসবে আজ কোন ভুল
যে নামে চাইবে আজ সে খবর
যে নামে ভাসবে আজ এ শহর
আদুরে হাওয়ায়
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
একটা ছাতায় হাটলে দুজন শুরু কাহিনী
খোলাপিঠে আজ শব্দ লেখা অনুভবে চিনি
একটা ছাতায় হাটলে দুজন শুরু কাহিনী
খোলাপিঠে আজ শব্দ লেখা অনুভবে চিনি
মন খারাপ আজ চুলোয় যাক আদুরে হাত
এ শরীর বৃষ্টি খুজে পাক হোক আজ শুরুয়াত
যে নামে জানলা খুলে রাখা গান
যে নামে বাড়ছে দেখ চোরাটান
যে নামে মুছবো তোর অভিমান
হাতের পাতায়
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...