
shopnolok ov - ekhon ami onek valo tomay chara thakte pari كلمات أغنية
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে
তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বুঝালে
ভালবাসি তোমায় আমি এইকথা জানি
তবে বলবো না আর আগের মত এখন আমিই…..।
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি।
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি।
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
যদি ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে
তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে।
বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি
চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি।
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
©eren99
كلمات أغنية عشوائية
- ronnie milsap - lovesick blues كلمات أغنية
- ronnie milsap - make believe كلمات أغنية
- ronnie milsap - my funny valentine كلمات أغنية
- ronnie milsap - my heart كلمات أغنية
- ronnie milsap - my love كلمات أغنية
- ronnie milsap - nobody likes sad songs كلمات أغنية
- ronnie milsap - not that i care كلمات أغنية
- ronnie milsap - only one night of the year كلمات أغنية
- ronnie milsap - peace in the valley كلمات أغنية
- ronnie milsap - please don't tell me how the story ends كلمات أغنية