shopnolok ov - ekhon ami onek valo tomay chara thakte pari كلمات الأغنية
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে
তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বুঝালে
ভালবাসি তোমায় আমি এইকথা জানি
তবে বলবো না আর আগের মত এখন আমিই…..।
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি।
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি।
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
যদি ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে
তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে।
বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি
চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি।
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
©eren99
كلمات أغنية عشوائية
- budni - даже если (even if) كلمات الأغنية
- יהודה פוליקר - el halayla - אל הלילה - yehuda poliker كلمات الأغنية
- la fuente, ronnie flex & kraantje pappie - doe me dansje كلمات الأغنية
- leona williams - my first night away from home كلمات الأغنية
- future smilley - zig zag كلمات الأغنية
- park ji hoon (박지훈) - crashing for كلمات الأغنية
- belywenc - incondicional كلمات الأغنية
- riell - antis كلمات الأغنية
- hayce lemsi - session freestyle كلمات الأغنية
- dust to dust - high كلمات الأغنية