
shonar bangla circus - ondho deyal كلمات أغنية
Loading...
দেয়ালের ছায়ায় দেখো
বাড়ছে দেয়াল একা
নিজের দেহ রেখে
ছায়াতেই লেপ্টে থাকা
সূর্যের ব্যারাম দেখে
বাড়ে মানুষের মাথা ব্যথা
ব্যথার আন্দোলনে
মরে মগজের গোপন পোকা
ভাঙতে তোমার ব্যথা
হলাম জীবনের সখা
প্রেমের বিরাট দামে
শুধু মৃত্যুকে কিনে আনা
দেয়ালের নীরব গায়ে
কিছু লেখা নেই “তুমি” ছাড়া
দেয়ালের গোপন ঘরেই
মুক্তিই বন্দীদশা
আমার এই গানে
মুক্তির কোনো পথ খোলা নেই
হতেও পারে এ গানের বাইরেও
কোথাও তোমার দেশ
আমার এই গানে
মুক্তির কোনো পথ খোলা নেই
হতেও পারে এ গানের বাইরেও
কোথাও তোমার দেশ
ক্রুশ থেকে নেমে যিশুর
আজ হলো একটু হুঁশ
দেয়ালে নতুন সময় মানে
বুনো ষাঁড়ের ঢুশ
ক্রুশ থেকে নেমে যিশুর
আজ হলো একটু হুঁশ
দেয়ালে নতুন সময় মানে
বুনো ষাঁড়ের ঢুশ
كلمات أغنية عشوائية
- russ - real player shit كلمات أغنية
- juliette - revue de détail كلمات أغنية
- aries - the girl named shifter كلمات أغنية
- tiara thomas - mary jane كلمات أغنية
- jonesvsthewrld - rockstar كلمات أغنية
- scallops hotel - tennessee stud cover كلمات أغنية
- raça negra - era diferente كلمات أغنية
- brandon_mns - pancz panicz 2 كلمات أغنية
- 21 savage - drinkin and driving كلمات أغنية
- michael casper - black lipstick كلمات أغنية