shonar bangla circus - mrittu utpadon karkhana كلمات الأغنية
আমরা মৃত্যু উৎপাদন করি
কথায়, ইচ্ছায়, আর সাধনায়, আর কারখানায়
আমরা মৃত্যু উৎপাদন করি
মহামারী শিশুদের প্রিয় খেলনা
যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে
অকালমৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার
আমরা মৃত্যু উৎপাদন করি
সেই বুলেটটা কোথায়
যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা?
তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন
আর তাই ধুয়ে_মুছে ফুঁ দিয়ে দিন কাঁটাই
জীবনকে সময়ের ছুটকা ছাটকা পরিহাস জেনে
বহুপুরুষ ধরে আমরা পেশায় কসাই
আমরা মৃত্যু উৎপাদন করি
মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
রক্তের সেচে ফসল ফলে, ফসল ফলে দেদার
মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
রক্তের সেচে ফসল ফলে, ফসল ফলে দেদার
সুর্যকে দেখে মনে হয়
সুর্যকে দেখে মনে হয়
সুর্যকে দেখে মনে হয়
ফেরেশতাদের তাক করে রাখা কামানের গোলা
আমরা মৃত্যু উৎপাদন করি
প্রতিটি মৃত্যুর সাথে, প্রতিটি লাশের সাথে
প্রতিটি মৃত্যুর সাথে, প্রতিটি লাশের সাথে
বিনামূল্যে দিয়েছি একটি করে গোলাপ
পরিহাসের বিষয় হলো সেই গোলাপের রঙটিও লাল
তোমার শিশুর হাসির মতো লাল
তোমার প্রেমিকার কপালের টিপের মত লাল
তোমার শরীরে বয়ে চলা রক্তের মত লাল
আমরা মৃত্যু উৎপাদন করি
ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
আমরা মৃত্যু উৎপাদন করি
আমরা মৃত্যু উৎপাদন করি
كلمات أغنية عشوائية
- teddy adhitya - semua, semua كلمات الأغنية
- brother beyond - drive on كلمات الأغنية
- corsu mezu mezu - complainte corse كلمات الأغنية
- kaymine - hors-jeu#2 كلمات الأغنية
- lil slicks - addiction كلمات الأغنية
- candee - i gotta go كلمات الأغنية
- systemps - might never كلمات الأغنية
- cochise - him! كلمات الأغنية
- patrickxxlee & psychoyp - voodoo كلمات الأغنية
- belmont - lying from you كلمات الأغنية