kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shonar bangla circus - hyena express كلمات أغنية

Loading...

গভীর রাতের সরণি
ছুটেছে নরক নগরী
হায়েনা গাড়িতে তুমি

উড়ছে চুল অগ্নিকেশী
ডিজেলের ভুলে রক্তে চলে গাড়ি

ইঞ্জিনে বিষাদ মহাপৃথিবী
পেছন সিটে ইবলিশ খায় পনির
থেতলে বাতাস হলো বরফের নীড়
হিরোশিমা, নাগাসাকি, এ নাভী, ও নাভী
ধোঁয়ার মুখোশে উজ্জ্বল কত বীর

পিচের নিচে কারা চিৎকার করে?
ঘাতক চাকা ছোটে মনন্ত্বরের ভোরে
সূর্যের ধাওয়ায় ফিরছে অন্য স্বরে
শৃগাল গায় নরক চিড়িয়াখানার বাহুডোরে
ট্রুম্যানের হাড়ে বাজে হিটলার
চার্চিল বাজে যার পাঁজরে

এত রক্তমোদীর ড্রাইভার সারি সারি
শকুনের শ্যেন চোখে ধায় অনন্ত রাত্রি
এত রক্তমোদীর ড্রাইভার সারি সারি
শকুনের শ্যেন চোখে ধায় অনন্ত রাত্রি
দু’পাশে নেকড়ের বন
গাছেরা ব্যান্ডেজ মোড়ানো যাত্রী

ক্যারাভান মর্গে অনন্ত প্রসবে কাতর মানুষের জন্মদাত্রী
ক্যারাভান মর্গে অনন্ত প্রসবে কাতর মানুষের জন্মদাত্রী
রক্তের তোড়ে সূর্যের দিকে মর্গের দরজা খুলে দেয় নরকধাত্রী

গভীর রাতের সরণি
ছুটেছে নরক নগরী
হায়েনা গাড়িতে তুমি
উড়ছে চুল অগ্নিকেশী
উড়ছে চুল অগ্নিকেশী
উড়ছে চুল অগ্নিকেশী
উড়ছে চুল অগ্নিকেশী

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...