
shonar bangla circus - hyena express كلمات أغنية
গভীর রাতের সরণি
ছুটেছে নরক নগরী
হায়েনা গাড়িতে তুমি
উড়ছে চুল অগ্নিকেশী
ডিজেলের ভুলে রক্তে চলে গাড়ি
ইঞ্জিনে বিষাদ মহাপৃথিবী
পেছন সিটে ইবলিশ খায় পনির
থেতলে বাতাস হলো বরফের নীড়
হিরোশিমা, নাগাসাকি, এ নাভী, ও নাভী
ধোঁয়ার মুখোশে উজ্জ্বল কত বীর
পিচের নিচে কারা চিৎকার করে?
ঘাতক চাকা ছোটে মনন্ত্বরের ভোরে
সূর্যের ধাওয়ায় ফিরছে অন্য স্বরে
শৃগাল গায় নরক চিড়িয়াখানার বাহুডোরে
ট্রুম্যানের হাড়ে বাজে হিটলার
চার্চিল বাজে যার পাঁজরে
এত রক্তমোদীর ড্রাইভার সারি সারি
শকুনের শ্যেন চোখে ধায় অনন্ত রাত্রি
এত রক্তমোদীর ড্রাইভার সারি সারি
শকুনের শ্যেন চোখে ধায় অনন্ত রাত্রি
দু’পাশে নেকড়ের বন
গাছেরা ব্যান্ডেজ মোড়ানো যাত্রী
ক্যারাভান মর্গে অনন্ত প্রসবে কাতর মানুষের জন্মদাত্রী
ক্যারাভান মর্গে অনন্ত প্রসবে কাতর মানুষের জন্মদাত্রী
রক্তের তোড়ে সূর্যের দিকে মর্গের দরজা খুলে দেয় নরকধাত্রী
গভীর রাতের সরণি
ছুটেছে নরক নগরী
হায়েনা গাড়িতে তুমি
উড়ছে চুল অগ্নিকেশী
উড়ছে চুল অগ্নিকেশী
উড়ছে চুল অগ্নিকেশী
উড়ছে চুল অগ্নিকেশী
كلمات أغنية عشوائية
- los caligaris - luchamos por la causa كلمات أغنية
- eko fresh - königin der nacht كلمات أغنية
- pesado - gerardo gonzalez كلمات أغنية
- allen mikal - reign of terror كلمات أغنية
- kico - vs. t-jey - [hr 16tel-finale - vbt 2012] كلمات أغنية
- 6obby - i made it كلمات أغنية
- maxhoseni - i'm humbled & honored by the support! كلمات أغنية
- deadline - these boots are made for walking كلمات أغنية
- andrzej grabowski - fest, że się jest كلمات أغنية
- the beach boys - isn't it time كلمات أغنية