shonar bangla circus - amar naam oshukh كلمات الأغنية
আমার নাম অসুখ
যে গ্রাম থেকে আমি এসেছি
সেখানের বুড়ো চাষারা
তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে
বেহেস্তের খামার নামে
সূর্যের অসময়ের ছেলে আমার বাবা
মাকে ডাকতো পরান পাখি নামে
তারা যেখানে আমাকে পাঠিয়েছে
সেখানের সুন্দরীরা তাকে হেসে হেসে ডাকে
hi, handsome দোজখের বাগান
পৃথিবীর সব ভালবাসার গল্প
যদি আমাকে ছুড়ে ফেলে দেয়
কোনো নির্জন পরিত্যক্ত গুহা
আমাকে কি ডেকে নেবে না?
যেখান থেকে ছড়াবে না আমাদের ছোঁয়াচে রোগ_শোক
আমার নাম অসুখ
আমার নাম অসুখ
যেখানে আমি এসেছি
এসে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা
যেখানে আমি এসেছি
এসে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা
তাদের কাছে জানতে চাইলাম, “কোথায় তোমার গান?”
বেহালা বললো, “আমি যে পুড়ছি, এটাই আমার গান”
আগুন বললো, “আমি পোড়াচ্ছি, এটাই আমার গান”
আমার নাম অসুখ
আমার নাম অসুখ
তাই সেই মরা তেজী ঘোড়া খুঁজতে বেরলাম পথে
কিছুদূর গিয়ে দেখি এক ঈশ্বর কেনা_বেচার হাট
নানা আকারের, নানা ধরনের, নানা রকমের ঈশ্বর
কোনোটা কিনতে হলে দিয়ে দিতে হবে আমার চোখ
কোনোটা কিনতে হলে দিয়ে দিতে হবে মগজ
আর সবচেয়ে সুন্দর ঈশ্বর কিনতে হলে দিয়ে দিতে হবে আমার নিজেকেই
আমার নাম অসুখ
তাই পালালাম বিশ্বাসী_অবিশ্বাসী দু’জনের হাট থেকে
আমার নাম অসুখ
আমার নাম অসুখ
আমার নাম অসুখ
كلمات أغنية عشوائية
- avril lavigne - girlfriend (italian clean version) كلمات الأغنية
- avril lavigne - girlfriend (german version) كلمات الأغنية
- avril lavigne - girlfriend (mandarin version) كلمات الأغنية
- durag dynasty - 360 waves كلمات الأغنية
- robert cray - stay go كلمات الأغنية
- queen latifah - latifah's had it up to here كلمات الأغنية
- ernest tubb - too old to cut the mustard كلمات الأغنية
- kidz bop kids - chicken noodle soup كلمات الأغنية
- anthony hamilton jaheim musiq soulchild - struggle no more (main event) كلمات الأغنية
- sevendust - deathstar [clean] كلمات الأغنية