![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
shohojia - chokhe chokh كلمات الأغنية
চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
পাওয়া না_পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
এ হাওয়া তো উড়ায় নেয়
চুল_টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস
এ হাওয়া তো উড়ায় নেয়
চুল_টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস
ভাল্লাগে না, থাক আজ বাড়ি ফেরা
তোমাকে রেখে ফিরে যাওয়া
পাওয়া না_পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
অ্যাই, কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই_সুতা হেঁটে যায় নকশী কাঁথায়?
কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই_সুতা হেঁটে যায় নকশী কাঁথায়?
চোখে চোখ রেখে তাই দূর থেকে ছোঁয়া
না ভেবেই এই গান গাওয়া
পাওয়া না_পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
পাওয়া না_পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
كلمات أغنية عشوائية
- bumblefoot - redeye كلمات الأغنية
- burn in silence - watching dead leaves fall كلمات الأغنية
- buoys - give up your guns كلمات الأغنية
- burial invocation - silver and gold كلمات الأغنية
- bunny wailer - keep on moving كلمات الأغنية
- burning airlines - the escape engine كلمات الأغنية
- halfcocked - bad reputation كلمات الأغنية
- burden brothers - trick of logic كلمات الأغنية
- hair - abie baby كلمات الأغنية
- burn in silence - well adjusted كلمات الأغنية