shohojia - boka pakhi كلمات أغنية
Loading...
কেন ভালো লাগে না
মন তা বোঝে না, খোঁজে না
স্বপ্নে যে তাই আসা_যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া
ছোট ছোট ঘর, উঁচু উঁচু বাড়ি
কারফিউ ডাকে, ওঠো তাড়াতাড়ি
হাতের মুঠোয় এক গ্লাস জাদু
একটা নীল বিষ বুকে নিয়ে ফিরি
কিছুই ছাড়ছি না, কিছু ধরছি না
ধরা দিচ্ছে না
স্বপ্নে যে তাই আসা_যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া
আয়না রেখে নিজেকে দেখে
কিছুই পড়তে পারছি না
ছুরি নিয়ে হাতে ধার নেই তাতে
খুঁজছি ধারালো সান্ত্বনা
কেউ তো ডাকে না, আমি ফিরছি না
কোথাও যাচ্ছি না
স্বপ্নে যে তাই আসা_যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া
كلمات أغنية عشوائية
- jeremiah fauntleroy - let's pretend we're married (wedding bell blues) كلمات أغنية
- blombi19 - engel كلمات أغنية
- phaxphaxphax - my mind. كلمات أغنية
- future - charge me كلمات أغنية
- devin will - task force كلمات أغنية
- max lumière - c'truc à l'arrache كلمات أغنية
- groovy_metta - oh millie كلمات أغنية
- menoa & loloo - bitteres geheimnis كلمات أغنية
- rosali - pour over ice كلمات أغنية
- mallard - blast rag كلمات أغنية