
shoeb and elita - ghum hoye كلمات أغنية
Loading...
ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে
খুব মন খারাপের কালো কোন রাতে (২)
আমার স্বপ্ন জুড়ে ভাসতো ঠিকই হাজার তাঁরার সারি,
বলতে তুমি তোমায় ছাড়া বাঁচতে কি আর পারি?
ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে
খুব মন খারাপের কালো কোন রাতে।
(এলিটা)
কেন ঘুম হতে আর যাব?
কেন তুমি এমন ভাবো?
ঘুম হলে কি তোমায় আমি সত্যি ছুঁতে পাব?
কেন ঘুম হতে আর যাব?
(শোয়েব)
ধরো হঠাৎ যদি এসে পড়ি,
তোমার ঘরে আমি ইই…
বলি চলো শুধু,
দু’জনে মিলে,
চাঁদের নীলে,
পথে নামি…
তুমি যাবে?
যাবে আমার সাথে? …
كلمات أغنية عشوائية
- young diamond - defense mechanism كلمات أغنية
- shaun reynolds, matt defreitas - golden كلمات أغنية
- bekss - 16 (sixteen) كلمات أغنية
- lil' sneezy - reazon 4 da $eazon كلمات أغنية
- the healing - continuance كلمات أغنية
- un rodo cora - perfect match كلمات أغنية
- łęgu - 3am كلمات أغنية
- chaos - you'll get through this كلمات أغنية
- margie bowes - poor old heartsick me كلمات أغنية
- dr. ozi - high pulse كلمات أغنية