shoeb and elita - ghum hoye كلمات الأغنية
Loading...
ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে
খুব মন খারাপের কালো কোন রাতে (২)
আমার স্বপ্ন জুড়ে ভাসতো ঠিকই হাজার তাঁরার সারি,
বলতে তুমি তোমায় ছাড়া বাঁচতে কি আর পারি?
ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে
খুব মন খারাপের কালো কোন রাতে।
(এলিটা)
কেন ঘুম হতে আর যাব?
কেন তুমি এমন ভাবো?
ঘুম হলে কি তোমায় আমি সত্যি ছুঁতে পাব?
কেন ঘুম হতে আর যাব?
(শোয়েব)
ধরো হঠাৎ যদি এসে পড়ি,
তোমার ঘরে আমি ইই…
বলি চলো শুধু,
দু’জনে মিলে,
চাঁদের নীলে,
পথে নামি…
তুমি যাবে?
যাবে আমার সাথে? …
كلمات أغنية عشوائية
- john denver - country love كلمات الأغنية
- jj cale - if you leave her كلمات الأغنية
- bill monroe - girl in the blue velvet band كلمات الأغنية
- crvena jabuka - principessa كلمات الأغنية
- frank sinatra - i never knew كلمات الأغنية
- jon anderson - oh holy night كلمات الأغنية
- jj cale - closer to you كلمات الأغنية
- john denver - this old guitar كلمات الأغنية
- bill monroe - blue ridge mountain blues كلمات الأغنية
- frank sinatra - i gotta right to sing the blues كلمات الأغنية