
shitom ahmed - chorabali كلمات أغنية
Loading...

[intro]
চোরাবালি মন তোমার
কেন শুধু লুকিয়ে থাকো?
একটু আড়াল হয়ে আমায় দেখো
চোরাবালি মন তোমার
কেন শুধু লুকিয়ে থাকো?
একটু আড়াল হয়ে আমায় দেখো
[pre_chorus]
যদি কোনো চিত্র আঁকি
পৃথিবীর সবচেয়ে দামী
সে চিত্রতে তুমি perfectly বসো
[chorus]
কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত?
তুমি কি তা বলতে পারো?
কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত?
তুমি কি তা বলতে পারো?
[verse]
তুমিও কি কাজের ফাঁকে
মনে করো আমার নাম?
আমার মতো করে তোমায়
চাবে না কেউ, বলে দিলাম
তবু মনের কিছু আশা
এমন করে ভালোবাসা
তোমার স্মৃতি আমার কাছে
খুব আদরে ভালো আছে
তবু মনে কিছু আশা
এমন করে ভালোবাসা
[chorus]
কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত?
তুমি কি তা বলতে পারো?
কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত?
তুমি কি তা বলতে পারো?
كلمات أغنية عشوائية
- middle kids - fire in your eyes كلمات أغنية
- gaz the rapper - hit it right كلمات أغنية
- michele bravi - respiro كلمات أغنية
- alabama - southern drawl كلمات أغنية
- dase - looking out for me كلمات أغنية
- antunez mc - em busca de justiça كلمات أغنية
- mehdi yarrahi - shaale gardan كلمات أغنية
- hotel apache - lost hearts كلمات أغنية
- geo - apex predator كلمات أغنية
- the undergods - princes of persia كلمات أغنية