kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shitom ahmed & tasbir wolvez - thunder كلمات أغنية

Loading...

[intro]
চোখ দু’টি তুমি খুলে দেখো না
এইখানে আমার_তোমার ঠিকানা
আদরেতে আমি তোকে রেখে দেবো
বাজে কিছু আর কাছে আসবে না

[verse]
পৃথিবীতে কারো এত সাধ্য নেই
আমাদের মাঝে কেউ আর আসবে না
তুমি আমি আজ দু’জন মাখামাখি
এই রাত জানি কেউ আর ভুলবে না

[chorus]
তাই আমাদের এই গল্পটা
যেন আশেপাশে কেউ আর না জানে
এত কাছে এসে বসো তুমি আজ আমার
নিঃশ্বাস যেন আমাকে ছুঁয়ে দিবে
আমার আঙুলের স্পর্শে ফোটে ফুল
সে ফুল আজ লজ্জায় লাল হবে
এত কাছে এসে বসো তুমি আজ আমার
মেঘে মেঘে যেন বজ্রপাত হবে

[bridge]
কেন বলো আকাশ ভেঙে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে?
সাত রঙে রংধনু আজ কেন আরো রঙিন লাগে?
তাহলে কি তোমার প্রেমে ডুবেছি কোনো সাগরে?
[chorus]
তাই আমাদের এই গল্পটা
যেন আশেপাশে কেউ আর না জানে
এত কাছে এসে বসো তুমি আজ আমার
নিঃশ্বাস যেন আমাকে ছুঁয়ে দিবে
আমার আঙুলের স্পর্শে ফোটে ফুল
সে ফুল আজ লজ্জায় লাল হবে
এত কাছে এসে বসো তুমি আজ আমার
মেঘে মেঘে যেন বজ্রপাত হবে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...