kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shitom ahmed & farooque bhai project - chhoddobeshe كلمات الأغنية

Loading...

[pre_chorus: sh_tom ahmed]
আজও তাই
গোপনে
করি যা বলা আছে না করতে
মনে যা
আছে তা
বলে দিলে কিন্তু ঘাবড়াবে

[chorus: sh_tom ahmed]
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?

[verse: farooque bhai project]
yea, sh_tom
farooque bhai, huh!
কালো ছিল আমার সকালে
বিকালেও বাধা তোমার শিকলে
trust issues আমাকে শিখালে
আর worst প্রেমের কবিতা লিখালে
[chorus: farooque bhai project]
এখন এত শান্ত
ওরা যদি জানতো
তুমি সব জেনে বলো, “no problemo”
এ শহরে তুমি
প্রেমের মরুভূমি
এসে পড়ো এখনই, দূরে কেন?
এখন এত শান্ত
ওরা যদি জানতো
তুমি সব জেনে বলো, “no problemo”
এ শহরে তুমি
প্রেমের মরুভূমি
এসে পড়ো এখনই, দূরে কেন?
এসে পড়ো এখনই, দূরে কেন?

[pre_chorus: sh_tom ahmed]
আজও তাই
গোপনে
করি যা বলা আছে না করতে
মনে যা
আছে তা
বলে দিলে কিন্তু ঘাবড়াবে

[chorus: sh_tom ahmed]
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...