
shironamhin - shodesh كلمات أغنية
[verse 1]
বলেছিলে তুমি আমায় এসো
নাও নতুন ভোরের আলো
দিয়েছিলে শতাব্দীর অবগাহন
এক মুক্ত সময়ের আহবান
বলেছিলে তুমি আমায় জাগো
শোনো আমার কন্ঠনিষাদ
দিয়েছিলে অভ্র কোনদিনে
রোদ গন্ধমাখা জীবন
বলেছিলে অপেক্ষা কর জেনো
কাটবেই কৃষ্ণপ্রহর
[chorus]
তবু জেগে দেখি কাঁদছে মানুষ
পুড়ছে আমার স্বদেশ
আর একটিবার, তোমায়
দেখতে চাই, দেখতে চাই
[verse 2]
জেনে রেখো অন্ধকার কোনো কালে
হারিয়েছি আমার অতীত
কবে পাবো অর্থময় নীরবতা
কবে আসবে স্বাধীনতা
কবে পাবো নীরজা তোমায়
আসবে আলোক প্রহর
[chorus]
তবু জেগে দেখি কাঁদছে মানুষ
পুড়ছে আমার স্বদেশ
আর একটিবার, তোমায়
দেখতে চাই, দেখতে চাই
[sarod solo]
[bridge]
আঁধার ভাঙা স্বপ্ন হতে জাগাই
আসবে বলে মহাকাল স্তব্ধ
[guitar solo]
[bridge]
কাঁদের তরে আমার বাঁচা আমার লড়াই
এখনো তোমার প্রিয় মুখ আমায় বাঁচায়
জানি মুক্তি তোমাতে
[chorus]
তবু জেগে দেখি কাঁদছো তুমি
পুড়ছে আমার স্বদেশ
আর একটিবার, তোমায়
দেখতে চাই, দেখতে চাই
كلمات أغنية عشوائية
- recess monkeyz - somewhere in between كلمات أغنية
- patrizio buanne - bella bella signorina كلمات أغنية
- manowar - the crown and the ring كلمات أغنية
- she sells - rsole كلمات أغنية
- she sells - deciet كلمات أغنية
- she sells - forever كلمات أغنية
- shaye - karma كلمات أغنية
- patrick nuo - runnin' away كلمات أغنية
- squirrel nut zippers - st. louis cemetery blues كلمات أغنية
- recess monkeyz - the one that will make you think كلمات أغنية