shironamhin - porichoy كلمات الأغنية
Loading...
দেহের ভিতর রাখলাম যারে
সে আমার থাকলো না রে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়?
কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া
কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া
অবাক আলোয় মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে
এমনি কি আর হয়?
লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা?
মনের দুয়ার বন্ধ হলে
সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়?
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়
كلمات أغنية عشوائية
- flannel shawty - what i used to think of u كلمات الأغنية
- unknown aka manny - butterflies كلمات الأغنية
- dia (do it amazing) - 아무도 몰래 (nobody knows) كلمات الأغنية
- louna - из этих стен (from these walls) كلمات الأغنية
- armand maulana - kamu كلمات الأغنية
- reno nevada - hex كلمات الأغنية
- despo rutti - 110 démons كلمات الأغنية
- cannon - conversations كلمات الأغنية
- double cross - the assassin كلمات الأغنية
- 637godwin - role call كلمات الأغنية