shironamhin - hashimukh (হাসিমুখ) كلمات الأغنية
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়
আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়
অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়
রোদ উঠে, গেছে চেনা এই নগরীতে নাগরিক জানালা
হাসিমুখে একাকার।
আনন্দ উৎসব চেনাচেনা সবখানে
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর…..।
كلمات أغنية عشوائية
- matey - carol christian poell كلمات الأغنية
- sara hebe - la noche كلمات الأغنية
- ghostface killah - burner to burner كلمات الأغنية
- ancient - editor كلمات الأغنية
- taigenz - heartbeat كلمات الأغنية
- mario william vitale - cut the cake كلمات الأغنية
- kill mauri - quello che mi passa in testa كلمات الأغنية
- keke palmer - enemiez (remix) كلمات الأغنية
- les cowboys fringants - les feuilles mortes كلمات الأغنية
- אופק פרץ - yeled tov - ילד טוב - ofek peretz كلمات الأغنية