
shironamhin - eka (একা) كلمات أغنية
Loading...
রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো
সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আধারে।
আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া
নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই
তবু এক দীপ্তি রয়ে গেছে…..
যত দূরে যেতে চাই নিলীমার পথে
আরো দূরে সরে যায় রাতের আকাশে
চুপচাপ শহরে নিশ্বাস ফেলে আসি
এই নিরব বাতাসে ……..
كلمات أغنية عشوائية
- headland - bible, torah & koran كلمات أغنية
- headland - monster in a shirt كلمات أغنية
- headless chickens - second time virgin كلمات أغنية
- headland - king homunculus كلمات أغنية
- headless chickens - cruise control كلمات أغنية
- headlights - tv كلمات أغنية
- headlights - hi-ya! كلمات أغنية
- headlights - signs point to yes (but outlook not so good) كلمات أغنية
- headlights - tokyo كلمات أغنية
- headlights - put us back together right كلمات أغنية