shironamhin - eka (একা) كلمات الأغنية
Loading...
রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো
সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আধারে।
আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া
নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই
তবু এক দীপ্তি রয়ে গেছে…..
যত দূরে যেতে চাই নিলীমার পথে
আরো দূরে সরে যায় রাতের আকাশে
চুপচাপ শহরে নিশ্বাস ফেলে আসি
এই নিরব বাতাসে ……..
كلمات أغنية عشوائية
- the incredible string band - how happy i am كلمات الأغنية
- deadwinter - fading كلمات الأغنية
- anuka - fools for comfort كلمات الأغنية
- soy luna - yo quisiera كلمات الأغنية
- young diamond - build you كلمات الأغنية
- мы / we - люди كلمات الأغنية
- mac miller - conversation pt. 1 كلمات الأغنية
- charles hamilton - 3pm كلمات الأغنية
- andrade - berlim كلمات الأغنية
- marcella detroit - out of my mind كلمات الأغنية