shironamhin - পাখি (pakhi) كلمات الأغنية
Loading...
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে
তার ফেলে যাওয়া আনমনা শীষ, এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়।।
আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু
পাখি আনমনা বসে দেয়ালে, পাখি নির্বাক চোখ রাস্তায়
ধোঁয়াটে শহরের উষ্ণতা বাড়েনা
তার আনমনা চোখ, অবুঝ চোখ মনের দরজায়, আঙুল রাখেনা।
কিছু সুর তুমি এনে দাও পাখি নাগরিক কোলাহলে
তুমি গান গাও, তুমি শীষ দাও এই শহুরে দেয়ালে
তুমি ভুলে যাও এই শহরের যত ব্যস্ত জনকথা
আমি এসেছি তোমার কাছে এনে দাও স্বাধীনতা।
দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু
আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি…… তোমার পিছু।
كلمات أغنية عشوائية
- jett rebel - can't start crying now كلمات الأغنية
- juanma rios feat judith olmo - antes - juanma rios feat. judith olmo كلمات الأغنية
- mihaela fileva - филм за двама كلمات الأغنية
- lusiana safara - keloas كلمات الأغنية
- alejandro sanz - en vivo desde buenos aires كلمات الأغنية
- kizaru feat geekey - chas pick (feat. geekey) - kizaru feat. geekey كلمات الأغنية
- drop doubt - fuk كلمات الأغنية
- fading friend - time كلمات الأغنية
- ethan butler feat matt mcandrew - the voice performance - ethan butler feat. matt mcandrew كلمات الأغنية
- joan sebastian - expulsado del paraiso كلمات الأغنية