
shimul zaman - sajani sajani كلمات أغنية
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
পিনহ ঝটিত কুসুমহার,
পিনহ নীল আঙিয়া ।
পিনহ ঝটিত কুসুমহার,
পিনহ নীল আঙিয়া ।
সুন্দরী সিন্দুর দেকে
শিথি করহ রাঙিয়া ।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
সহচরি সব নাচ নাচ
মিলন-গীতি গাও রে,
চঞ্চল মঞ্জীর-রাব
কুঞ্জগগন ছাও রে ।
সজনি অব উজার মন্দির
কনকদীপ জ্বালিয়া
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া ।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
মল্লিকা চামেলী বেলি
কুসুম তুলহ বালিকা,
গাঁথ যুথি, গাঁথ জাতি,
গাঁথ বকুল-মালিকা
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া।
মৃদুল গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া ।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
كلمات أغنية عشوائية
- alibi montana - 93 ghetto légendaire كلمات أغنية
- hotrenat - ты забыла (she forgot) كلمات أغنية
- to give you the stars - the cell كلمات أغنية
- reaction 31 - one i كلمات أغنية
- søren karim - 312 كلمات أغنية
- jake hole - caked up in another world: intro كلمات أغنية
- dirty blonde (uk) - favourite record كلمات أغنية
- manimal - slaves of babylon كلمات أغنية
- franco, the sir! - acompanhar كلمات أغنية
- xxavv - do me a favor كلمات أغنية