kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shimul zaman - sajani sajani كلمات الأغنية

Loading...

সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
সজনি সজনি রাধিকা লো

দেখ অবহু চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
পিনহ ঝটিত কুসুমহার,
পিনহ নীল আঙিয়া ।
পিনহ ঝটিত কুসুমহার,
পিনহ নীল আঙিয়া ।
সুন্দরী সিন্দুর দেকে
শিথি করহ রাঙিয়া ।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
সহচরি সব নাচ নাচ
মিলন-গীতি গাও রে,
চঞ্চল মঞ্জীর-রাব
কুঞ্জগগন ছাও রে ।
সজনি অব উজার মন্দির
কনকদীপ জ্বালিয়া
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া ।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
মল্লিকা চামেলী বেলি
কুসুম তুলহ বালিকা,
গাঁথ যুথি, গাঁথ জাতি,
গাঁথ বকুল-মালিকা
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া।
মৃদুল গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া ।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহু চাহিয়া

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...