
shila aziz - onek sadhonar pore كلمات أغنية
Loading...
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে;
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে
আপন হাতে,
জীবনে মরণে, আধারে – আলোতে থাকবো
তোমার সাথে;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
যাবেনা কখনও ফুরিয়ে যাবে না – আমার
ভালোবাসা;
তোমাকে পেয়েছি – পেয়েছি আবারো
বাচার নতুন আশা;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন । ।
كلمات أغنية عشوائية
- forxsindey - ahora qué? كلمات أغنية
- leslie fish - mount tam كلمات أغنية
- the animators - better not say كلمات أغنية
- graupel - frozen كلمات أغنية
- neo - showdown on hell street كلمات أغنية
- melanie - carolina in my mind كلمات أغنية
- cher - what about the moonlight كلمات أغنية
- mississippi sheiks - she ain't no good كلمات أغنية
- fokofpolisiekar - prioritiseer كلمات أغنية
- therapie taxi - noir كلمات أغنية