kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shezan - roghu chokkor كلمات أغنية

Loading...

[intro]
yo boy!
ah_ah
দিন দুনিয়ার মজমার মাঝে
কথায় না থাকি কাজে
তর খালি কলসি বাজে
ভোদাই হুদাই কুতুব হাজে

[verse 1]
বাজান খিস খা, তর জানের risk আর বাড়িস না
দিলে কষ্ট নিস না, এদিক পারা দিস না
যাতা দিলেই বেইক্কা যাইবো shezan_এ ওই চিজ না
লাখের স্বপ্ন দেখতাম, হুইতাম মাডিত পাইতা বিছনা
কেডা কনদা হুল মারতাসে, উল্ডা বুঝে ভুল বাড়তাসে
আমরা চলি পুরা class_এ, durrag বাইন্দা তুরাগ বাসে
ঘাড়তেড়ামি character, ঘরের দরজাত পেরেক মার
ডাইন বামে সব crack মাল, তর জবান সামলা break মার
ভাই_ব্রাদার ব্যাক লগে, সুখে_দুঃখে একলগে
মাসে মাসে track লাগে, কথা হুনলে তোগো ছ্যাঁক লাগে
আমগো গানে কানের তালা খুলে, সুরে দিলের জ্বালা ভুলে
ভালা মাইনষে হাজতবাসী, চোরের গলায় মালা ঝুলে
টয়_টুয়ার লোভে পইড়া
দৌড় দা যাইস না quick কইরা
ডাক দা লইয়া suit কইরা
তরে কাপসি দিবো জুইত কইরা
পকেটে দিবো weed ভইরা
আর নরম পাইলে যাতা দিয়া
কলার ধইরা থাবা দিয়া
মামলা দিবো ‘বাবা’ দিয়া
[chorus]
ঝড়ে ভাঙ্গে ঘর তর, কথার নাই গা লড়চড়
গল্লির ঘুঘু বক্কর, মাল লইয়া রঘু চক্কর
ট্যাকার sound কড়কড়, ওরে যাইবার দিস না, ধর, ধর!
মুহে বহুত ফরফর, তর বুকের ভিত্তে ধড়ফড়
ঝড়ে ভাঙ্গে ঘর তর, কথার নাই গা লড়চড়
গল্লির ঘুঘু বক্কর, মাল লইয়া রঘু চক্কর
ট্যাকার sound কড়কড়, ওরে যাইবার দিস না, ধর, ধর!
মুহে বহুত ফরফর, তর বুকের ভিত্তে ধড়ফড়

[verse 2]
মাইনষের মায়া_দয়া উইঠ্যা গেসে রুহুরতে
ট্যাকার লাইগ্যা জ্যান্তা মানুষ মাইরা হালায় মুহূর্তে
শুরুরতে কাম থুইয়া করসেন পাপ কাম
এলা রাস্তা বুইঝ্যা আউগ্যান
আমার বাপজান কয়
“দেইখ্যা বাজান, মানুষ হইতে সাবধান!”
ভাত মাইরা_ধইরা জুডাস আর কাউয়া_চিলে লুডাস
হেশে হুতাশ কইরা উদাস, কস না, “কোন ক্ষার কই উডাস?”
আমরা দিন_রাইত খাইট্টা খুদ আনি
তারপরও যায় না ফুডানি
কামলার পুতে জমিদার
বোম মাইরাও যায় না উডানি

[pre_chorus]
আকালের মাল হকালে খাস, খাবলায় খুবলায় নেস
আর নিজের কপাল নিজে খায়া খোদারে দোষ দেস
এনো আপন আর পর কী? যে যাইবো যাউকগা তর কী?
একদিন ঘুরতে ঘুরতে ঘুরবো না আর জীবন নামের চরকি
দেখবো না ওই পারের সরকারে কার কত আসে locker_এ
আগে হোক আর পরে হোক জমে টান দিবো সবারে
লইবোই সময় হইলে অইবোই যা আছে যার কপালে
রাইতটা যদি বাইচ্চা থাকি দেহা হইবো সকালে
[chorus]
ঝড়ে ভাঙ্গে ঘর তর, কথার নাই গা লড়চড়
গল্লির ঘুঘু বক্কর, মাল লইয়া রঘু চক্কর
ট্যাকার sound কড়কড়, ওরে যাইবার দিস না, ধর, ধর!
মুহে বহুত ফরফর, তর বুকের ভিত্তে ধড়ফড়
ঝড়ে ভাঙ্গে ঘর তর, কথার নাই গা লড়চড়
গল্লির ঘুঘু বক্কর, মাল লইয়া রঘু চক্কর
ট্যাকার sound কড়কড়, ওরে যাইবার দিস না, ধর, ধর!
মুহে বহুত ফরফর, তর বুকের ভিত্তে ধড়ফড়

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...