
shezan - laal batti كلمات أغنية
[chorus]
নাতি খাতি বেলা গেলো হুইতে পারলি না
তোর শখের জিনিস বেকে খাইলো কইতে পারলি না
এদিকদা বাতি দিলে হাতি চলে
কথার আগে লাথি চলে
চালান ভাইংগা পার্টি চলে
ধান্দায় লালবাত্তি জ্বলে
নাতি খাতি বেলা গেলো হুইতে পারলি না
তোর ঘরের জিনিস পরে খাইলো কইতে পারলি না
এদিকদা বাতি দিলে হাতি চলে
কথার আগে লাথি চলে
চালান ভাইংগা পার্টি চলে
ধান্দায় লালবাত্তি জ্বলে
[verse 1]
আরে বাপ টিনের চালে কাউয়া বহা খাটের তলে হাপ
এন্দা ইন্দুর পারে বিলাইয়ের ডাক বান্দর হাজে বাঘ
চ্যাংড়া পোলাপাইনের মনে ভিত্রে প্রেম_পিরিতির চাপ
এত্ত ভালোবাসা দিছে না না বমি_বমি ভাব
বাজান সব খবরই রাহি
দেশো কার লগে কার link আছে
উপ্রে যেডির হাসি_হাসি ভিত্রে ঠিকই বিন্তাছে
ওগর কি আর চিন্তা আছে
লানত খাইয়াও জিন্দা আছে
একলা কি আর পোষায় বাপে_পুতে মিলাই কিনতাছে
লম্বা হইছে বাতাসে আর খাম্বা লইছে হুতাশে
বাইন্নার পুতের ঘুমও হয় না টাইনাটুইনা চলতাছে
বাপের উপরেও বাপ আছে
আর ঠাপের উপরেও ঠাপ আছে
যার ইয়া নফ্সি তার কাছে
ভাই তোমার কইয়া লাভ আছে
দুই দিনের বৈরাগী অয় ভাতেরে কয় rice
আবার চল্লিশাতে গুষ্টি হুদ্দা পোটলা লইয়া যাইস
পোলার নাম রাখছে রুপকুমার খোমার নাইকা ডাইস
যেশুম চাইট্টা যাইবো জিবলা ফাইটা কইরা কাইটা খাইস
[chorus]
নাতি খাতি বেলা গেলো হুইতে পারলি না
তোর শখের জিনিস বেকে খাইলো কইতে পারলি না
এদিকদা বাতি দিলে হাতি চলে
কথার আগে লাথি চলে
চালান ভাইংগা পার্টি চলে
ধান্দায় লালবাত্তি জ্বলে
নাতি খাতি বেলা গেলো হুইতে পারলি না
তোর ঘরের জিনিস পরে খাইলো কইতে পারলি না
এদিকদা বাতি দিলে হাতি চলে
কথার আগে লাথি চলে
চালান ভাইংগা পার্টি চলে
ধান্দায় লালবাত্তি জ্বলে
[verse 2]
বারে বারে চুইতা আর free তে দিলে লইতা
ঘেডির উপ্রে শয়তান আর গলার উপ্রে পইতা
কার setting কই দেছ? এই দেশ না ওই দেশ?
পরের ধানে মই দেছ আর পলায় যাছগা বৈদেশ
আমগোর কতাবাত্তি genuine, hero খাইলো heroine
লোকসানে বাজার খালি হাজার out চিরুইন
আয় খেলুম তোরে দশ দিয়া
রস না পাইলে কষ দিয়া
বইয়া রইছস লস দিয়া
সোনাবন্ধু গেছে গজ দিয়া
ওদিক mc চোষা খায়
ফল থুইয়া খোসা খায়
রাস্তাঘাটের ধুলাবালু জুতার লগে ঘষা খায়
গান হুইনা তব্দা এডি হা কইরা মশা খায়
ভাত পায়না শসা চায়, কাম ছাড়া পয়সা চায়
খাওন খাবি ঘরের থেনে বাত্তি দিবি জঙ্গলে
করমচোদের demand নাই গা ঈমান বেচে কম দরে
আমরা বইয়া control_এ
বন জঙ্গলে না ঘর দুয়ারেই আছি
পেটে ভাতে বাঁচি রাইতে গুরুর গানে নাচি
গাঙ্গে মাছের থেনে পোনা বেশি
company দেয় চুনা বেশি
খাওয়ায় কম আর হুনায় বেশি
হুনা কথায় গুনাহ বেশি
আগা_গোড়া পুরা দেশি কলম চলে ক্ষুর
পাগলা বাপের লগে বাহাদুরি দিল্লি বহুত দূর
[chorus]
নাতি খাতি বেলা গেলো হুইতে পারলি না
তোর শখের জিনিস বেকে খাইলো কইতে পারলি না
এদিকদা বাতি দিলে হাতি চলে
কথার আগে লাথি চলে
চালান ভাইংগা পার্টি চলে
ধান্দায় লালবাত্তি জ্বলে
নাতি খাতি বেলা গেলো হুইতে পারলি না
তোর ঘরের জিনিস পরে খাইলো কইতে পারলি না
এদিকদা বাতি দিলে হাতি চলে
কথার আগে লাথি চলে
চালান ভাইংগা পার্টি চলে
ধান্দায় লালবাত্তি জ্বলে
كلمات أغنية عشوائية
- biljana jevtić - ko će te voleti više كلمات أغنية
- nicole horts - nunca te vas a enamorar [encore] كلمات أغنية
- lrn slime, corbal & shiloh dynasty - i don't trust nobody كلمات أغنية
- mari fernandez - papel de amiga (ao vivo) كلمات أغنية
- rast - çiçəklər كلمات أغنية
- martha logue - căsătorie كلمات أغنية
- djexon,sanja vucic - reyervisano كلمات أغنية
- s6lty - verbal violence كلمات أغنية
- a refúgio - sentimentos opacos كلمات أغنية
- louiz vocal - esse é os três anos de live (part. marcelo) كلمات أغنية