
shezan - kotha ko كلمات أغنية
[chorus]
৫২_র তে ২৪_এ তফাত কই রে? কথা ক
দেশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেষ্টা কই রে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
৫২_র তে ২৪_এ তফাত কই রে? কথা ক
দেশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেষ্টা কই রে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
[verse 1]
জোর যার মুল্লুক তার, আগে ক মুল্লুক কার?
লাঠির জোরে কলম ভাঙ্গে, শান্তির নামে তুললো খার
কাইল মারলি, পরশু মারলি, মারতে আইলি আজ আবার!
রাজায় যহন প্রজার জান লয়, জিগা তাইলে রাজা কার?
আমার মানচিত্র কান্দে আইজকা দেইক্ষা দেশের হাল রে
লাল সবুজের পতাকা মা পুরাডাই দেহি লাল রে
তলোয়ার হইয়া কাটে যাগো হওয়ার কথা ঢাল রে
পাপের জিহ্বায় সইতারে না উচিত কথার ঝাল রে
এইত্তর দালালের মায়রে, মাইরা দেশের বাইরে
দলের ভাইয়ের shelter লইয়া মারোস নিজের ভাইরে
যহন দেশ বেইচ্চা cash করোস দেশপ্রেম যায় কই তর?
মাইরা যাগোর মাথা ফাডাস মারতি হইলে বইন তর?
মাইয়া পোলা frontline_এ, online_এও scene ডা
টোকাই ঘুরে চাক্কু হাতে, ঠোল্লা চুরি পিন্দা
মারতে আইলে মাইরা দিবি, মুর্দা নাইলে জিন্দা
রাইত দেইখা ডরাইস না কেউ রাইতের পরেই দিনডা
[chorus]
৫২_র তে ২৪_এ তফাত কই রে? কথা ক
দেশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেষ্টা কই রে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
৫২_র তে ২৪_এ তফাত কই রে? কথা ক
দেশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেষ্টা কই রে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
[verse 2]
নিজের ভাইয়ের গোস্ত খাস বিবেকের তলপ্যাডে পোঁচ মাইরা
যারা তুলে আওয়াজ অগো টিটকারি দেস post মাইরা
ছাত্র দিসে ভাষা আইন্না, দেশ বানাইসে ছাত্ররা
যেই হাতে কলম খাতা ওই হাতে দেস হাতকড়া
মুক্তির লেইগা যুদ্ধ কইরা মুক্তিডাই তর মিললো কই?
ভাষার লেইগা লইড়া যদি বোবা হইয়াই পইড়া রই?
এই বেডা তর যুক্তি কই? মিঠা মিঠা যত উক্তি কই?
দেশের মেরুদন্ড ভাঙতে যাইয়া নিজের নিজে কবর খুড়বি ওই
দেশ গড়ার সবক দিয়া কামের সময় সইরা যাস
কার রক্তে পাড়া দিয়া বিজয় মিছিল কইরা যাস?
মায়ের বুক খালি কইরা রঙের মহল গইড়া যাস?
যা, বাইচ্চা থাক, খালি জানি ভিত্রেরতে মইরা যাস
জবান খুললেই জবান সিলাই, আর সিলাইবো কয়জনের
একজনে মা পইড়া গেলেও খাড়ায় যাইবো ছয় জনে
জন্ম লইসি মরতে মরার ডর দেহাইস না আমাগো
এক shezan_এ মরলেও লাখো shezan কইবো, “কথা ক”
[chorus]
৫২_র তে ২৪_এ তফাত কই রে? কথা ক
দেশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেষ্টা কই রে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
৫২_র তে ২৪_এ তফাত কই রে? কথা ক
দেশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেষ্টা কই রে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
كلمات أغنية عشوائية
- guv'ner - great expectations كلمات أغنية
- elsa lunghini - être ensemble كلمات أغنية
- marble sounds - ten seconds to count down كلمات أغنية
- pede b - i ka' kalde mig pede كلمات أغنية
- bruno major - the first thing you see كلمات أغنية
- lyanno - gritos & posiciones كلمات أغنية
- he perez - saint snaxxo كلمات أغنية
- bts - outro: luv in skool كلمات أغنية
- christian delgado - enter cade كلمات أغنية
- jj heller - long way home كلمات أغنية