shezan - 1421 كلمات الأغنية
[chorus: shezan]
1421 tag করি, দেইখা চিনিস
k!lla kulture factory দেইখা কিনিস
খাড়া এক call_এ বাইর করি ২০_টা জিনিস
running_এ ২০_টা minute_এ তগো কিচ্ছা finish
tag করি দেইখা চিনিস
k!lla kulture factory দেইখা কিনিস
খাড়া এক call_এ বাইর করি ২০_টা জিনিস
running_এ ২০_টা minute_এ তগো কিচ্ছা finish
[verse 1: hannan]
আমগো দেইখা vanish
ডাইন_বাম চেকে টানিস
flow কইরা বার্নিশ
rap game_এর সালিশ
গোপনে নালিশ, বাডে লইয়া মালিশ
কইরা পুলিশ পালিশ, ভিজাস ক্ষ্যাতা বালিশ
জিরা, বুইজ্জা ঢালিস, সর ফাঁক _ফুক দে
তর বাপ _ভাই যত আসে ডাক_ডুক দে
কার কী খাইয়া দিসোস, দেহি ভাগ ভুগ দে!
trailer মাত্র এডা ফিলিম দেখতে first book দে
flow ছুডে, হাত চলে beast mode এ
বাইরা পিসের গেট দিয়া, তগো জায়গা নাই hood_এ
দেখ এমুন rhyme জুডে, চোদায় লয়া fast food_এ
bag ভরা সব loot এ, কারে ডাবায়া কে উডে
game over এক shoot_এ কোনও সুযোগ নাই
ভাইবা করি কাম কাইজ কোন হুজুগ নাই
আমরা মাঠে বাডে যেডি পুরা গজব ভাই
কথা clear cut কোনও গুজব নাই
নিজের গন্ডিতে যা দি বাজান
তর পাড়ায় পেরেশান পন্ডিতে বুঝি তগো ভঙ্গিতে
mission impossible? possible এক ইঙ্গিতে
পরের আশার দিন খতম মনপুরা সঙ্গীতে
আয় এলা ভাগ কর, পাও দুইডা ফাক কর
যা দি ভাগিন মাফ কর, কোন দা লবি স্বাক্ষর?
পাইটামি বন কর, k!lla king conquer
কারখানায় মাল বানায়, ১৪২১ ডাকঘর
[chorus: shezan]
1421 tag করি, দেইখা চিনিস
k!lla kulture factory দেইখা কিনিস
খাড়া এক call_এ বাইর করি ২০_টা জিনিস
running_এ ২০_টা minute_এ তগো কিচ্ছা finish
tag করি দেইখা চিনিস
k!lla kulture factory দেইখা কিনিস
খাড়া এক call_এ বাইর করি ২০_টা জিনিস
running_এ ২০_টা minute_এ তগো কিচ্ছা finish
[verse 1: shezan]
এনো সবগুলা ভাই কোনো জাত_পাত নাই
আবার ভাবসাব লইলে কোনো মাফ_টাফ নাই
যা চলে সবই open কোনো রাখঢাক নাই
পায়ের তলে জমিন থাকলে কোনো কাবঝাব নাই
কাম করলে কর জুইত মতো half_pass নাই
তুইতো সইয়ালী বহুত কইরাও ভাত পাস নাই
solid concrete_এর মাল কোনো ফাঁক_টাক নাই
একলা করসি grind হপায় কোনো ভাগটাগ নাই
দেখ নগরভর্তি সবই মলম পাট্টি
ল ভাগা সবডি মাইরা নগদ লাত্থি
দুইডা বলদ ঘাড়ায়া ভাবে মরদ সবডি
এডি পাগল বানায়া পাডাই আকনপট্টি
এদিক আসল সবডি বাজান নাম নে খাড়ায়া
দেখ পিসেরতে আয়াও তগো সামনে খাড়ায়া
উপরে যাওন যায় না কারো কান্ধে পাড়ায়া
কাম কর জানি নাম এ সবার জান দেয় লাড়ায়া
rap scene ঠিক করি দেখ
তরা hate করোস কারা বানায় history দেখ
গল্লির গীত লয়া দেশ জুইড়া hit করি দেখ
করসি hustle এইডা আমার victory lap
গান top seller টান দিলে auction
ride or die বাদে নাই কোনো option
এনে কেডা বাংলা rap এর বাপ জানে দশজন
চৌদ্দ_একুশ check post নারায়নগঞ্জ জংশন
[chorus: shezan]
1421 tag করি, দেইখা চিনিস
k!lla kulture factory দেইখা কিনিস
খাড়া এক call_এ বাইর করি ২০_টা জিনিস
running_এ ২০_টা minute_এ তগো কিচ্ছা finish
tag করি দেইখা চিনিস
k!lla kulture factory দেইখা কিনিস
খাড়া এক call_এ বাইর করি ২০_টা জিনিস
running_এ ২০_টা minute_এ তগো কিচ্ছা finish
كلمات أغنية عشوائية
- hurula - varje ensam natt كلمات الأغنية
- damned spring fragrantia - float كلمات الأغنية
- roberto acciaro - complici كلمات الأغنية
- brian reith - crush كلمات الأغنية
- wiz khalifa - best life كلمات الأغنية
- band-maid - rock in me كلمات الأغنية
- facial - go away كلمات الأغنية
- live through death - broken كلمات الأغنية
- via vallen - oleh-oleh كلمات الأغنية
- annie leblanc - little things كلمات الأغنية