shezan & hannan - din bodol (দিন বদল) كلمات الأغنية
[verse 1: hannan]
tax_এর বেলায় রাক্ষস এডি remitance_এ মর্দা
tap_এ tap_এ send খালি নাইগা কোনো পর্দা
আমরা বেচি solid bar আর তোমগো গিলি গর্দা
তরা ব্যাডা টিক্কা রইসোস আমগো কান্ধে ভর দা
আমগো দুইডার budget_এ তর মতো আইবো ১৫০
আমরা কীয়েরতে কী কইরা লাই দেখছে পুরা দেশও
তরা আহে যাস daily daily, আমগো একটাই ১০০
৫০০ ট্যাকা charge_ই তোর মাসের ভিত্রে ৪০০
খাটনি বহুত পরের ট্যাকা নিজের পকেট ঢুকাইতে
নাম খোয়ান জায়গা ক্ষণিকে আর জীবন জায়গা উঠাইতে
কষ্ট বহুত লুডাইতে, ফাইট্টা যায় গা জুডাইতে
বইয়া খাইলে time লাগে না রাজার হালও ফুরাইতে
আজকা মানিক পার পাইতাসো কালকে আমরা পারেওই
একবার যদি ক্ষার খাইয়া যায় মিশ্যা যাইবা ক্ষারেওই
আবোল তাবোল কইতাছে জ্বরের মুখে কারে ওই?
এমন এমন কাম কইরা থুম কইবো, “ওরা পারে ওই”
[verse 2: shezan]
দেশে খোরাক চাইলাম খোর দিসে, পুলিশ চাইলাম চোর দিসে
আওয়াজ সবসুম উচা থাকে গলাত বহু জোর দিসে
আঁন্ধার রাইত কাটায় খোদায় নতুন এক ভোর দিসে
public আয়া লাড়া দিতেই গুরু_সাগরেদ দৌড় দিসে
হকের কথা কওনের মানুষ নাই
পুরা দেশ চলে কাগো ট্যাকায় হুশ নাই?
প্রবাসীগো দাম দিতে ওহন আবার আওয়াজ উঠান লাগবো
চুপ থাইকা কয়দিন আর? কথা কওন লাগবো!
হাতে সময় থাকতে সময় বদলা দেরি হইয়া যায়
গলার টাই দেখবি কেমনে ফাঁসের দড়ি হইয়া যায়
কপাল খারাপ থাকলে মঙ্গলও শনি হইয়া যায়
দেশের public চেতলে কসাইও বলি হইয়া যায়
আংগো জবান বন করবো গলার ক্ষার লইতে পারে নাই
airport_এ আটকাইবো ওরাই পার হইতে পারে নাই
জনতাই ক্ষমতা এমন কাম নাইগা পারে নাই
কয় “বাপের উপ্রে পাপ আছে”, কারো বাপরেই পাপ ছাড়ে নাই
প্রবাসী ভাই_বোন দেশের বোঝা না সম্পদ
ঠ্যাকার বেলায় ট্যাকা পাঠায় মিটায় দেশের সংকট
আংগো ট্যাকায় আংগো মারছে
ভাবছে দিবো কে deffence?
আটকায় দিসে remitance
দেশের পুরা game_ই change
[bridge: shezan]
দিন বদলায় গেসে থাকেন সবাই সবার পাশে
taptap দা cash send করেন পরিবারের কাছে
আমার আপনার হাতেই দেশের চাক্কা ঘুরে মাসে মাসে
legal রাস্তা থাকতে যান ক্যা illegal এর কাছে?
[chorus: shezan]
পোশাক শ্রমিকগো দাম দিতে আওয়াজ উডান লাগবো
চুপ থাইকা কয়দিন? কথা কওন লাগবো
কৃষকগো হক দিতে আওয়াজ উডান লাগবো
চুপ থাইকা কয়দিন? কথা কওন লাগবো
খাইট্টা খাওয়া মাইনষের হইয়া আওয়াজ উডান লাগবো
চুপ থাইকা কয়দিন? কথা কওন লাগবো
পাহাড়ের মাইনষের লাইগা আওয়াজ উডান লাগবো
চুপ থাইকা কয়দিন? কথা কওন লাগবো
كلمات أغنية عشوائية
- meli - daft punk كلمات الأغنية
- ryzhoee~ - дым от сигарет كلمات الأغنية
- agnaldo timóteo - uma canção pra vera كلمات الأغنية
- circus devils - last punk standing كلمات الأغنية
- jeyless - no vuelvas a llamar كلمات الأغنية
- cam james - lately (remix) كلمات الأغنية
- jensy of jesus - birds كلمات الأغنية
- racketmancopsy - nobody's perfect كلمات الأغنية
- suprr - you don't wanna كلمات الأغنية
- thegreatraw - cr33py p30ple كلمات الأغنية