
sheikh mahim edward - akashe chorano megher كلمات أغنية
Loading...
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি
তার নীল দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি
তার কাঁচ দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি
চিলেকোঠায় বসা বাদামী
বেড়াল বোনে শূণ্যে মায়াজাল
ছাইরঙা পেঁচা সেই চোখ টিপে
বসে আছে কতনা বছরকাল
কালো দরজা খুলে বাইরে তুমি এলে
বাগানের গাছে হাসি ছড়াবে বুনো ফুলে
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ
শূণ্যে দেয় পাড়ি
বাঁকানো সিঁড়ির পথে সেখানে নেমে আসে
চাঁদের আলো
কাউকে চেনো না তুমি তোমাকে চেনে না কেউ
সেই তো ভালো
সেথা একলা তুমি গান গেয়ে ঘুরে ফিরে
তোমার এলোচুল ঐ বাতাসে শুধু ওড়ে
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ শূণ্যে দেয় পাড়ি
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি
كلمات أغنية عشوائية
- wiz khalifa - when i'm gone كلمات أغنية
- edda művek - one last love كلمات أغنية
- film aka drinkteam - wściekły sukindżin كلمات أغنية
- em3 - lock & load كلمات أغنية
- leo garcía - el amor es ciego كلمات أغنية
- tastyblackguy47 - dick hard كلمات أغنية
- wbw - finał 2014: gml vs. pueblos كلمات أغنية
- bethel music - seas of crimson كلمات أغنية
- xov - nebula كلمات أغنية
- nelick - feeling (interlude) كلمات أغنية