
shawon gaanwala - ecche manush كلمات أغنية
Loading...

কি যেন হয়ে গেলো আমার অন্তরে
বাড়ছো তিলে তিলে মনের অগোচরে
এভাবে দিন যায় কত দিন আসে
মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে।
ভীষণ খরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
আমার পরাণ যাহা চায়, তুমি তাই
এ গান শুধু তোমার জন্য গাওয়া যায়
ভালোবেসে আলগোছে আঙ্গুলের ছোঁয়ায়
লিখে দিলাম আমার নিজেকে পুরোটাই
ভালো থাকার মানে আমি খুঁজে পাই
স্নেহমাখা ঐ দৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
ভীষণ খরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
كلمات أغنية عشوائية
- barf - messaggio vocale كلمات أغنية
- młody baza - zaniedbany świat كلمات أغنية
- anziz az - sabrage كلمات أغنية
- rentrer en soi - metempsychosis كلمات أغنية
- tavares - guiding star كلمات أغنية
- 1e99 - chica chica boom chic كلمات أغنية
- clint black - this old house كلمات أغنية
- emrecan arslan - emrecan arslan-çetrefil كلمات أغنية
- alec beretz - lessons not losses كلمات أغنية
- gen - vocile din cap كلمات أغنية