shawon gaanwala - ecche manush كلمات الأغنية
Loading...
কি যেন হয়ে গেলো আমার অন্তরে
বাড়ছো তিলে তিলে মনের অগোচরে
এভাবে দিন যায় কত দিন আসে
মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে।
ভীষণ খরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
আমার পরাণ যাহা চায়, তুমি তাই
এ গান শুধু তোমার জন্য গাওয়া যায়
ভালোবেসে আলগোছে আঙ্গুলের ছোঁয়ায়
লিখে দিলাম আমার নিজেকে পুরোটাই
ভালো থাকার মানে আমি খুঁজে পাই
স্নেহমাখা ঐ দৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
ভীষণ খরাতেও আমি ভিজে যাই
অধিকারের বৃষ্টিতে
আমার বেঁচে থাকার প্রার্থনাতে
বৃদ্ধ হতে চাই তোমার সাথে
অনেক খুঁজে তোমায় নিলাম চিনে
ভালোবাসার এই দিনে…
كلمات أغنية عشوائية
- angela bofill - no love in sight كلمات الأغنية
- hikerii - пенис (penis) كلمات الأغنية
- swan (purple kiss) - burning كلمات الأغنية
- suzanne vega - freeze tag (acoustic version) كلمات الأغنية
- lumixifer - vete كلمات الأغنية
- xanakin skywok - papi! كلمات الأغنية
- sky8 - rabbi كلمات الأغنية
- lovelybaby - я все знал (i knew everything) كلمات الأغنية
- a day without love - where you fit in كلمات الأغنية
- royville - you got that love كلمات الأغنية