
shatabdi das - mamo chitte كلمات أغنية
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
হাসিকান্না হীরাপান্না দোলে ভালে
কাঁপে ছন্দে ভালোমন্দ তালে তালে
হাসিকান্না হীরাপান্না দোলে ভালে
কাঁপে ছন্দে ভালোমন্দ তালে তালে
নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ
দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ
কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ
দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
كلمات أغنية عشوائية
- banja productions - weil ich in der banja bin كلمات أغنية
- floky - nuit de décembre كلمات أغنية
- arijit singh - chal ghar chalen song كلمات أغنية
- alunni del sole - fiori كلمات أغنية
- king tris - light of seoul كلمات أغنية
- osvaldo laport - en la luna كلمات أغنية
- lacrimae - inhale - exhale كلمات أغنية
- april aberdeen - nice day كلمات أغنية
- tomi favored - wonderful god كلمات أغنية
- payton smith - what it meant to love you كلمات أغنية