
sharika warda - odds of love (the raspberry remix) كلمات أغنية
Loading...
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়
শিখে নিয়েছি
বাঁচতে একা
ভালোবেসে তোমায়
যদি ভালোবাসতে আমায়
স্বপ্ন দেখি নিয়ে তোমায়
ওই সুদূরে আবছা তুমি
ডাকছো নামটা ধরে আমার
তবু ভাবছে মন
তুমি ছিলে না
কখনো যে আমার
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়
শিখে নিয়েছি
বাঁচতে একা
ভালোবেসে তোমায়
যদি বলো যেতে আমায়
ভেসে যাব রেখে তোমায়…
كلمات أغنية عشوائية
- s.koronel - my demons and i كلمات أغنية
- yabesh thapa - mahasoos كلمات أغنية
- jkt48 - always looking straight ahead (english version) كلمات أغنية
- lil polearm - afraid of you كلمات أغنية
- ornella vanoni - il ragazzo dell'angolo كلمات أغنية
- bras - edinson cavani كلمات أغنية
- iversizzle - camethru! كلمات أغنية
- safehouse - won't break كلمات أغنية
- turbo (korea) - 댄싱퀸 (dancing queen) كلمات أغنية
- channel (pr) - se cansó كلمات أغنية