
sharif uddin - amar bondhu moyuri كلمات أغنية
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
অপূর্ব সুন্দরী, রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ী।
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
অপূর্ব সুন্দরী, রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ী।
দেইখা মুখের হাসি, আমি শুধু পাগল নইগো
পাগল দেশবাসী।
দেইখা মুখের হাসি, আমি শুধু পাগল নইগো
পাগল দেশবাসী।
যেমন কামার-কুমার, কৃষক-চাষী চাই নয়ন ভরি,
যেমন কামার-কুমার, কৃষক-চাষী চাই নয়ন ভরি,
অপূর্ব সুন্দরী, রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ি।
আমি রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘরবাড়ি।
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
অপূর্ব সুন্দরী, রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ী।
আমি রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ি।
কি রুপেরই বাহার! সারা দেহ ঢেউ খেলতেছে যৌবন জোয়ার।
কি রুপেরই বাহার! সারা অঙ্গ ঢেউ খেলতেছে রুপেরই বাহার।
মনে লয় দিতাম সাতার জড়াইয়া ধরি
মনে লয় দিতাম সাতার জড়াইয়া ধরি
অপূর্ব সুন্দরী, রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ী।
আমি রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ি।
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
অপূর্ব সুন্দরী, রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ী।
আমি রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ি।
তুমি দূরে থাইকো না, আমার কাছে আসো না
জলিল বলে লইবো কুলে, পাইব সান্ত্বনা।
তুমি দূরে থাইকো না, আমার কাছে আসো না
জলিল বলে লইবো কুলে, পাইব সান্ত্বনা।
ওরে অবুঝ মনে বুঝ মানেনা সহে না দেড়ি।
ওরে অবুঝ মনে বুঝ মানেনা সহে না দেড়ি।
অপূর্ব সুন্দরী, রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ী।
আমি রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ি।
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
অপূর্ব সুন্দরী, রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ী।
আমি রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ি।
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
আমার বন্ধু ময়ুরী, আমার মন করল চুরি,
অপূর্ব সুন্দরী, রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ী।
আমি রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ি।
আমি রুপের নেশায় মাতাল হইয়া ছাড়লাম ঘর-বাড়ি।
كلمات أغنية عشوائية
- barefoot theatre collaborative - ang hirap mangarap كلمات أغنية
- the boy detective - a dreadful collection of memoranda كلمات أغنية
- sentino - diss na quebo i taco hemingway كلمات أغنية
- deamxhy - больше (more) كلمات أغنية
- k?d & jonathan mendelsohn - endless in between كلمات أغنية
- fauves, the - married by morning كلمات أغنية
- тумазар (tumazar) - мила не плач (darling don't cry) كلمات أغنية
- macky gee & leo wood - power كلمات أغنية
- alessandro giordano - trappole di illusioni كلمات أغنية
- dempsey bolton - lola كلمات أغنية