kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shapla salique - ami opar كلمات أغنية

Loading...

আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়।
নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিত পাবন তাইতে দেই দোহাই ||
পারে লয়ে যাও আমায়…
আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিলো পাটে
আমি তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়||
পারে লয়ে যাও আমায়…
অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি
ফকির লালন কয় অকুলের পতি কে বলবে তোমায়
পারে লয়ে যাও আমায়…!

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...