kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shandilya banerjee & rxyam - fulbari كلمات أغنية

Loading...

ফুলবাড়ী, আমার অতীত ভাবায় বর্তমান
ফেলে এসে memory, আমার শরীর দাঁড়ায় বর্ধমান
আর ঘড়ির কাঁটায় যন্ত্রণার দেখা
গল্পটা বলি তোমাকে
আরো ৪৫০ কিলোমিটার হেঁটে
হৃদপিণ্ডটা কম্পমান

কাঁটাতারের এপার_ওপার
স্বপ্নটা পেরিয়ে
ঘর হারানোর কষ্ট আর গ্লানি
তাকে এড়িয়ে
এসো বন্ধু, তুমি চলে
যেতে পারোনা
ফুলবাড়ীতে ফুল রেখো
কুরিয়ো শুধু সান্ত্বনা

আমার প্রার্থনাগুলো
পারতো না তোমার আর্তনাদের
স্বার্থগুলোকে, ধার_শোধের
এই কাঁটাতার কেটে
আঁকতে প্রেমের আলপনা
আমি তিন দেশের মাঝে ভিনদেশে
দেখি দিন শেষে আলাদিন সেজে
আমার সামনে দাঁড়িয়ে কারা?
আমায় বাঁচতে না দিয়ে তাড়া
করে যেন পেছন ধরেছে পথের কুকুরে
খুঁজেছি তোমাকে শীতের দুপুরে
পাহাড়ের কোলে লোহার নূপুরে
ভেঙেছো পাথর সন্ধ্যেটেই
নখ আর দাঁত আবার লুকিয়ে
কোথায় গেলে?
দেবে না থাকতে?
গানের পরে এলে না শ্রোতা?
তোমাকে ছেড়ে
পালিয়ে যাওয়া
আমার বানানো
তেলেনাপোথা

পেলেনা খোঁজার অর্থ বিশেষ?
বেঁচে থাকার মানে?
আসলে বিশ্বাসবাদে তর্ক নিষেধ
তাও থেমে থাকা যাবে?
ছাই হয়ে গেছে ঘর_পরিবেশ
নড়কেই থাকি, মর্ত কিসের?
সন্ত্রাসবাদ আপন দেখেনা
মৃতপ্রায় তাই মর্ম জীবের

বোমা_ব্লাস্টের আগুন দেখেনা
ক্যাজুয়ালটির ধর্ম_বিভেদ
তোমার কাঁধে পাহাড় বোঝা
উপত্যকার শর্ত কিনে
বিনুনিতে পড়ে করমচা
তেলে আরো কষ্ট দিয়ে
ফিরবে আমার বাজে শহরে
আবার আলোকবর্ষ ঘিরে?

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...