shamima alam chinu - kemone vulibo ami كلمات أغنية
কেমনে ভূলিব আমি
কেমনে ভূলিব আমি
বাচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
শখী লো!
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
কেমনে ভূলিব আমি
কেমনে ভূলিব আমি
বাচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
শখী লো!
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
না আসিলে কালো ভ্রমর…
কে হবে যৌবনের দোসর
না আসিলে কালো ভ্রমর…
কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শুন্য বাসর
সে বিনে মোর শুন্য বাসর
আমি জিয়ন্তে মরা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
শখী লো!
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
কেমনে ভূলিব আমি
কেমনে ভূলিব আমি
বাচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
শখী লো!
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
কূল মানের আশা ছেড়ে…
মন প্রান দিয়াছি যারে
কূল মানের আশা ছেড়ে…
মন প্রান দিয়াছি যারে
এখন সে কাদাইয়া মরে
এ কি তার প্রেমের ধারা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
শখী লো!
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
কেমনে ভূলিব আমি
কেমনে ভূলিব আমি
বাচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
শখী লো!
আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা
(আমি ফুল বন্ধু ফুলের ভ্রোমরা, শখী লো)
كلمات أغنية عشوائية
- benighted - experience your flesh كلمات أغنية
- ralph remesha - on the real كلمات أغنية
- cursed - sixdxxp كلمات أغنية
- clemens - kan i ta' det كلمات أغنية
- gabe 'nandez - shugah plum كلمات أغنية
- daughters of triton - untouchable كلمات أغنية
- panda ninja - de janeiro a janeiro كلمات أغنية
- solgob - new one كلمات أغنية
- rob sky - whatever you want كلمات أغنية
- linda ronstadt - life is like a mountain railway - 2006 digital remaster كلمات أغنية