
shaila rahman - priyo baba كلمات أغنية
Loading...
এখন আমি হাঁটতে পারি অনেকটা পথ
সইতে পারি, অনেক কিছু,
শীত, গ্রীষ্ম, রাত।
তোমার মত করে কেউ তো হবেনা,
আমার বটের ছায়া
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
tune.
মনে পড়ে কষ্ট পেলে
চোখের জল মুছে দিতে
এখন আমি কাঁদি একা
তুমি ঘুমাও কেন মাটিতে
ডাকছি তোমায় আকুল হয়ে
তবু কেন বাবা তুমি চুপ।
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
এখন তো সাঁঝের আলো,
চেয়ে থাকি পথ পানে।
যদি তুমি আসো ফিরে
আমার শখের পুতুল কিনে
কত কথা আছে বলার
শুনবে নাকি বাবা একটুকু
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
এখন আমি হাঁটতে পারি অনেকটা পথ
সইতে পারি, অনেক কিছু,
শীত, গ্রীষ্ম, রাত।
তোমার মত করে কেউ তো হবেনা,
আমার বটের ছায়া
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
كلمات أغنية عشوائية
- jorge vercillo - quando eu crescer كلمات أغنية
- arcángel - monarca de los mares كلمات أغنية
- millane hora - amor de vidro كلمات أغنية
- noemi nonato - seu nome é jeová كلمات أغنية
- antónio zambujo - gota de água كلمات أغنية
- rud kif - rala! كلمات أغنية
- rayssa e ravel - nazireu كلمات أغنية
- wanessa rizzutti - falando com o coração كلمات أغنية
- xduckx - ultimo verso كلمات أغنية
- molejo - alô comunidade! كلمات أغنية