kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shahriar siddique shabbir - bari firchchina كلمات أغنية

Loading...

ফিরবো বাড়ি বলে ব্যস্ততাকে ফেলে
শহরের রাস্তায় এই মন টিকছে না!
তুমি আছো কি তাকিয়ে ওই একি চাঁদটার দিকে আমি দেখছি হয়তো তুমি দেখছো না।

বলতে পারছি না ফোনে আমি ফিরবো কতক্ষণে
তোমায় না দেখেও থাকতে পারছি না।
সময়টা কেন সে অনুকূলে নয় অপেক্ষায় থেকো না
না না ফিরছি না আমি বাড়ি ফিরছি না
অপেক্ষায় থেকো না ফিরতে পারছি না।
তুমি কি অপেক্ষায় ওই বারান্দায়
যেখানে সূর্য ডোবে সন্ধ্যায়
তোমার চোখের ওই জল মুছে ফেলো
আমি আসবো ফিরে! অবশ্যই আসবো!
তোমার চোখের পাতায় লুকিয়ে নাও আমায়
যেন এই শহর আমায় দেখে না।
না না ফিরছি না! আমি বাড়ি ফিরছি না।
অপেক্ষায় থেকো না।ফিরতে পারছি না।
ফিরবো বাড়ি বলে ব্যস্ততাকে ফেলে!
শহরের রাস্তায় এই মন টিকছে না।
তুমি আছো কি তাকিয়ে ওই একি চাঁদটার দিকে
আমি দেখছি হয়তো তুমি দেখছো না।
না না ফিরছি না। আমি বাড়ি ফিরছি না।
অপেক্ষাই থেকো না ।ফিরতে পারছি না!
না না ফিরছি না।আমি বাড়ি ফিরছি না।
অপেক্ষাই থেকো না ফিরতে পারছি না।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...