
shahid & shuvomita - ek jibone eto prem كلمات أغنية
[intro]
তুমি আমি কাছাকাছি আছি বলে
এ জীবন হয়েছে মধুময়
যদি তুমি দূরে কভু যাও চলে
শুধু মরণ হবে, আর কিছু নয়
[chorus]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
[verse 1]
তোমারই পরশে ভালোবাসা আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই
তোমারই পরশে ভালোবাসা আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই
[chorus]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
[verse 2 / bridge]
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু’জনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারা জীবন বাঁচতে চাই
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু’জনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারাটা জীবন বাঁচতে চাই
[outro]
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
كلمات أغنية عشوائية
- jesus h. macy - session كلمات أغنية
- 2bona - moet كلمات أغنية
- myles parrish - go crazy كلمات أغنية
- gj - still love u كلمات أغنية
- xcry__20x e tia - in futuro كلمات أغنية
- mvcjn - wataha كلمات أغنية
- dylan reed - growing كلمات أغنية
- the ninth wave - new kind of ego كلمات أغنية
- sunvoid - the new angle كلمات أغنية
- ağır metal - hip - hop - xpert x paster كلمات أغنية