
shaan - tumi chole gele كلمات أغنية
Loading...
তুমি চলে গেলে ফেলে গেলে তোমার রাস্তাঘাট
অজস্র চাপা ব্যাথা চোখের জল
অজস্র ধোয়া ছেড়ে পাড়ি দিল যে স্টিমার
ফিরে এল ঘাটে ছলাত ছল
তুমি চলে গেলে গেল না হারিয়ে রাস্তাটা আমার
ভাঙা চোরা মানুষের কথা
তুমি চলে গেলে ফেলে গেলে চেনা দুঃখ সুখ
তাই চলে গেলে কিন্তু গেলে না
তাই চলে গেলে ফেলে গেলে তোমার কোলকাতা
তাই চলে গেলে কিন্তু গেলে না
চলছি আমি বুকে নিয়ে ফেলে যাওয়া ফেলে যাওয়া ভাঙ্গাচোরা তোমারই শহর
স্টিমার ঘাটে দাড়িয়ে আমি তোমার অপেক্ষায়
কখন জানি হয়ে গেল ভুল
জানি দেখা হবে ঠিক আবার এখানে কোথাও
অজস্র ভালবাসা অভিমান
তাই তোমার ফেলে যাওয়া কথা কুড়িয়ে নিয়ে আজ
লিখে গেলাম তোমার জন্য গান
আমি থাকি না থাকি সেদিন থাকবে তোমার জন্য
থাকবে তোমার জন্য আমার গান।।।।
كلمات أغنية عشوائية
- yung memories - everybody is a lie كلمات أغنية
- gabito ballesteros & said norzagaray - mocoso كلمات أغنية
- crackfaygo - 15 fps كلمات أغنية
- laskiiz - sk22i كلمات أغنية
- kings of tomorrow - dreams كلمات أغنية
- rxseboy - altitude sickness كلمات أغنية
- jtt - to the moon كلمات أغنية
- rade lacković - nazdravite, al' bez mene كلمات أغنية
- casablanca (ita) - fossi dio كلمات أغنية
- hector nazza - como seria كلمات أغنية