shaan - tumi chole gele كلمات الأغنية
Loading...
তুমি চলে গেলে ফেলে গেলে তোমার রাস্তাঘাট
অজস্র চাপা ব্যাথা চোখের জল
অজস্র ধোয়া ছেড়ে পাড়ি দিল যে স্টিমার
ফিরে এল ঘাটে ছলাত ছল
তুমি চলে গেলে গেল না হারিয়ে রাস্তাটা আমার
ভাঙা চোরা মানুষের কথা
তুমি চলে গেলে ফেলে গেলে চেনা দুঃখ সুখ
তাই চলে গেলে কিন্তু গেলে না
তাই চলে গেলে ফেলে গেলে তোমার কোলকাতা
তাই চলে গেলে কিন্তু গেলে না
চলছি আমি বুকে নিয়ে ফেলে যাওয়া ফেলে যাওয়া ভাঙ্গাচোরা তোমারই শহর
স্টিমার ঘাটে দাড়িয়ে আমি তোমার অপেক্ষায়
কখন জানি হয়ে গেল ভুল
জানি দেখা হবে ঠিক আবার এখানে কোথাও
অজস্র ভালবাসা অভিমান
তাই তোমার ফেলে যাওয়া কথা কুড়িয়ে নিয়ে আজ
লিখে গেলাম তোমার জন্য গান
আমি থাকি না থাকি সেদিন থাকবে তোমার জন্য
থাকবে তোমার জন্য আমার গান।।।।
كلمات أغنية عشوائية
- red scarlet - eto ka كلمات الأغنية
- 藍月なくる (aitsuki nakuru) - evil bubble كلمات الأغنية
- klô pelgag - le goût des mangues كلمات الأغنية
- yung beef - amor o flush?? كلمات الأغنية
- zayde wolf - the time is now كلمات الأغنية
- vera ivković - kaži mi, dragi, kako da te zovem كلمات الأغنية
- filip "fifi" wojtan - czy to było warte? كلمات الأغنية
- joe chuuu - pedal كلمات الأغنية
- sonny casey - bristol كلمات الأغنية
- sosa maraj - wockeisha كلمات الأغنية