
shaan - rum jhum jhum كلمات أغنية
Loading...
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম
খেজুর পাতার নুপুর বাজায়ে কে যায় ।
ওড়না তাহার ঘূর্ণী হাওয়ায় দোলে
কুসুম ছড়ায় পথের বালুকায় ।।
তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার
সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার ।
তার ডালিম ফুলের ডালি
গোলাপ গালের লালি
ঈদের চাঁদ – ও চায় ।।
আরবী ঘোড়ার সওয়ার বাদশাজাদা বুঝি
সাহারাতে ফেরে কোন মরীচিকায় খুঁজি ।
কত তরুণ মুছাফির পথ হারালো হায়!
কত বনের হরিণ মোরে তারি রূপ তৃষায়
كلمات أغنية عشوائية
- adekunle gold - no forget كلمات أغنية
- eduardo - a mesa de autópsia كلمات أغنية
- cheap sober - greedy كلمات أغنية
- ordem natural - cara e coroa كلمات أغنية
- ceeingee - downright كلمات أغنية
- lisa prank - i want to believe كلمات أغنية
- redo - one steak (one take freestyle) (пошли нахуй) كلمات أغنية
- field fires - in the cemetery where al jolson is buried كلمات أغنية
- glass animals - youth كلمات أغنية
- jojo - fuck apologies (feat wiz khalifa) كلمات أغنية