
senseasoul - janalay كلمات أغنية
Loading...

দিন শেষে
সূর্য ডোবে অবেলায়
আজও পড়ছি
পুরনো চিঠি
স্তব্ধ শহর
থমকে আছে
দেখছি অবাক হয়ে
জানালায়
তবু ঘুম আসে
চোখের পাতায়
স্মৃতির মোহনা
কোথাও যেনো হারায়
যতো সব আবেগ
আজ হয়ে যাক দূর
গাওয়া হোক আবারো
হারিয়ে যাওয়া সুর
আমি শুধু তুচ্ছ হয়ে দূরে থেকে
দেখতে চাই তোমায়
তোমার এ অন্ধজালে মিথ্যে মায়ায় চেয়ে আছি
জানালায়
আমি শুধু তুচ্ছ হয়ে দূরে থেকে
দেখতে চাই তোমায়
তোমার এ অন্ধজালে মিথ্যে মায়ায় চেয়ে আছি
জানালায়
كلمات أغنية عشوائية
- mdc - prime evil كلمات أغنية
- mdc - radioactive chocolate كلمات أغنية
- mdc - selfish shit كلمات أغنية
- mdc - s.k.i.n.h.e.a.d. كلمات أغنية
- mdc - sexy and christian كلمات أغنية
- mdc - shades of brown كلمات أغنية
- mdc - sick of it كلمات أغنية
- mdc - sleep a little less, dream a little more كلمات أغنية
- mdc - thanks for giving me what i didn't want كلمات أغنية
- mdc - spanish castle magic كلمات أغنية