
senseasoul - hiphop er nobab كلمات أغنية

আমি হিপহপ এর নবাব
তরে বানায় লামু কাবাব
তোরে দিমু আমি জবাব
তোর যাইবো না স্বভাব
এই গুটিবাজি বাদ দিয়ে তুই ভালো হয়ে যা
হাত পাইত্তা খাইস না, তোর যোগ্যতা লইয়া খা
তুই হইলি লিলিপুট
আমি হইলাম থেনস
তুই কিন্তু আমারে
ভালো মতো চিনস
আমার ভার্স চলে আগে
মানুষ আমার পিছে পিছে
তোরা যত কিছুই করস ভাইয়া
থাকবি আমার নিচে
আমি চিল করমু বিচে
তোরতো খোমার উপ্রে ট্যাপ
ডেইলি রাইতে মারস খেপ
এত গরমের মধ্যে লাগায় রাখস তুই লেপ
আবার, এই এই, লাগায় রাখস লেপ
সমাজের চোখে তুমি ভালো হইয়া ঘুড়ো
দিন শেষে ঠিকি, খারাপের দোলনায় দুল
কাঠের চশমা পরে দেখ তুমি ঝাপসা
পিছে চলে ঠিকি তোমার, সিন্ডিকেটের ব্যবসা
এই দুনিয়ায় চিন্তা করস, পরকালের না
পরকালের চিন্তা করলে খারাপ হইতি না
বাতাসে হইসস বড় তোরা কিচ্ছু বুঝস না
নামাজ কালাম তোরা ভাইয়া কিচ্ছু পরস না
এখনও বুঝস নাই তুই সিন্ডিকেটের মানে
আমরা কি চিস, তোর বড় ভাইয়েরা জানে
কি করবি তুই, কিছু করার আগে আইয়া পরব
automatic কানে, আমার automatic কানে
আমি মাইন্ড দিয়ে খেইল্লা কইরা লামু বোম_ব্লাস্ট
তোর ওস্তাদরে গিয়ে জিগা, কেডা লইত ওর ক্লাস
তুই কি করতে পারবি, আর কি করতে চাস
আমগো লগে লাগতে আইলে, তুই হইয়া যাবি লাশ
সব কিছু তোমার চলে তলে তলে
এখন সব জায়গায় গেলে শুধু টাকাই কথা বলে
লাখ টাকার শান্তি আছে ১০০ টাকার রোলে
তুই হাইলি বট প্লেয়ার, আমি হইলাম ঝাল
তুইতো মরিচ খাস না, কেমনে বুঝবি মরিচের ঝাল
সবাইরে দেখাস ভাইয়া তুই একটা হাজি
দিন শেষে আবার তুই হেই চ_না গাজি
ক্যাশ আছে মাল নাই
মাল আছে ক্যাশ নাই
তোরা এক একটা নমুনা
একটারও বেশ নাই
এখানে সিন্ডিকেটের শেষ না
দেখ আমি আইসি ব্লেকে, তোরা সবডি ড্যাকে
কাম উঠাস ক্যাপে, গুটি করস গ্যাপে
এটা ঢাকা ডিস্টিক, তোগো পকেট ভরা স্টিক
তুই হইলি নলা ভাইয়া, আমি জন্মেরতে স্টিক
ভইরা দিমু গরম অ্যান্ডয়া, তুইতো ডেলিভারি বয় ফুডপান্ডা
যত আছে তোগো ভাইয়া দুই নম্বর ধান্দা
এইল্লেগা তোরা ভাইয়া আমগো কাছে বান্ধয়া
ফুচকি পোলাপাইন তোরা ডিলিং করস চিপায়
বা___ খাইতে আয়সা তোরা দেস খালি ডিপার
আমার সামনে আসলে পাবিনা কোন দাম
স্কুলের সামনে মাইয়া দেখাই তোগো কাম
এই এই দেখাই তোগো কাম
a তে আজব, আর
j তে জালাই
তোরা খেলস ভাইয়া
আমরা খেলাই
o তে অন্ধকার
y আইলে তুই
হইয়া যাবি ছারখার
كلمات أغنية عشوائية
- continuous - lemonade stand كلمات أغنية
- anton hagman - somebody to love كلمات أغنية
- dj neophyte - back in my brain again كلمات أغنية
- jason boland - mary كلمات أغنية
- the hacienda - late lounge lover كلمات أغنية
- grey revell - gone gone كلمات أغنية
- the staple singers - respect yourself - single version كلمات أغنية
- robb bank$ - trust me كلمات أغنية
- fiyablasta - purple hearts كلمات أغنية
- krapper - yours truly كلمات أغنية