kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sayed nafis,pallobi roy - durey (ost from hotath dekha) كلمات أغنية

Loading...

[intro]
দূরে যে ছিলে,ভালোই তো ছিলে
প্রেমের চিঠি পুরোনো খামে
আড়ালে রাখি, আমি সামলে দু চোখে
লুকিয়ে রাখা পুরোনো নামে

[pre_chorus]
দেখা হবে, ভাবিনি আগে

[chorus]
দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে
স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে যে

[verse]
দূরে থেকেও ক্ষণিকের কাছে আসা
অবুঝ সময় মুহূর্ত অজানা
আগলে আছি যেটুকু, আছি বেঁচে
বলবো কি করে যেটুকু বলার আছে

[pre_chorus]
দেখা হবে, ভাবিনি আগে

[chorus]
দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে
স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে
দূর, দূরে বহুদূরে, পথ গেছে সরে
কেনো এলে তবে ফিরে
অচেনা এ তীরে
স্মৃতিদের ভীড়ে হারিয়ে গেছি কবে যে

[outro]
হারিয়ে গেছি কবে যে

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...