
sayan & papan - basanta batashe كلمات أغنية
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে…
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে, সই গো…
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে
নানা রঙের প্রজাপতি, ডানা মেলে বাড়ায় গতি…
রোদ বৃষ্টির খেলায় মেতে ক্ষতি কি, ক্ষতি কি
আমার বুকের কৃষ্ণচূড়া, পায়নি তোমার ঠোঁটের সারা…
ভাঙা মন আজও দেয় আস্কারা, ক্ষতি কি, ক্ষতি কি
আমার বন্ধুর বাড়ির ফুল বাগানে, নানান রঙের ফুল…
বন্ধুর বাড়ির ফুল বাগানে, নানান রঙের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে…
ভ্রমরা আকুল, সই গো
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে…
বসন্ত আসে না, আমায় ভালোবাসে না
আসে না ফুল, তাই প্রত্যেকটা ভুল…
ছুড়ি আঘাত হানে, খুঁচিয়ে খুঁচিয়ে প্রাণে
আলো দাও আলো, আর আলো চোখে ঢালো…
মসৃন কার্পেটে ফুল গুলো, ঝরে গেছে অবশেষে
নিয়মিত একবেশে ভুল গুলো, করে যাই ভালোবেসে…
বসন্ত আসে না, বসন্ত বাতাসে
বসন্ত আসে না, বসন্ত বাতাসে…
বসন্ত আসে না, বসন্ত বাতাসে
বসন্ত আসে না, বসন্ত বাতাসে, বাতাসে…
كلمات أغنية عشوائية
- tripsyhell - deixa o trator passar كلمات أغنية
- lwazi - everywhere i go كلمات أغنية
- the sugar bears - kinda friendly things كلمات أغنية
- two wolf - the blessed and the cursed كلمات أغنية
- osei - incisions كلمات أغنية
- f.charm - 0 grade كلمات أغنية
- jacob collier & samsung - over the horizon 2017 كلمات أغنية
- poyuchtohochu - голубые глаза (blue eyes) كلمات أغنية
- skt - xtra bagg¥ fr££$t¥l€ كلمات أغنية
- alera - testament (redux) كلمات أغنية