![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
savvy - tumi nei كلمات الأغنية
রাত জাগা দুটো চোখ
চার দেয়াল, শূন্য এ ঘর
ধূলো মাখা, শেষ চিঠি
শুকনো ফুল, রঙ যেত সব
ভিজে ভিজে চোখ খোঁজে তোমায়
মিছি মিছি কেন অভিনয়
খুঁজে খুঁজে যাই স্রিতির পাতাই
মুছে মুছে যায় স্বপ্ন গুলো
এল মেল শুধু ওড়ে ধুলো
পড়ে থাকে শুধূ নিরবতা
তুমি নেই, কাছে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, কাছে তুমি নেই
বোজে না এ মন, ওওও
তুমি নেই, সাথে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, সাথে তুমি নেই
বোজে না এ মন, ওওও
কেন রে জীবন?
ছাই রঙে, অ্যাশট্রে তে
ঠান্ডা হয়, কফির কাপ
গোপোনে কাঁন্দে রাত
তার আজ মন খারাপ
ভিজে ভিজে চোখ খোঁজে তোমায়
মিছি মিছি কেন অভিনয়
খুঁজে খুঁজে যাই স্রিতির পাতাই
মুছে মুছে যায় স্বপ্ন গুলো
এল মেল শুধু ওড়ে ধুলো
পড়ে থাকে শুধূ নিরবতা
তুমি নেই, সাথে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, সাথে তুমি নেই
বোজে না এ মন, ওওও
কেন রে জীবন?
كلمات أغنية عشوائية
- judy garland - i've got the sun in the mornin' (alternate version) كلمات الأغنية
- juicy bae & pmp - gps interlude كلمات الأغنية
- azteca - audemar piguet كلمات الأغنية
- beat the red light - bleeding nose كلمات الأغنية
- elijah cole - if you never left me كلمات الأغنية
- ed marl - strength to strength كلمات الأغنية
- léo ferré - le guignon كلمات الأغنية
- king kelechi - blow up كلمات الأغنية
- new west - in good time كلمات الأغنية
- młody pk - wszędzie ból كلمات الأغنية