
saptarshi mukherjee feat. sahana bajpei - mor bhabonare كلمات أغنية
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে॥
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলি
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
كلمات أغنية عشوائية
- paul stanley - wouldn't you like to know me كلمات أغنية
- jordan hill - never should have let you go كلمات أغنية
- paul stanley - it's alright كلمات أغنية
- marianne faithfull - with you in mind كلمات أغنية
- marianne faithfull - witches' song كلمات أغنية
- marianne faithfull - what have i done wrong كلمات أغنية
- paul van dyk - tell me why كلمات أغنية
- paul van dyk - that's life كلمات أغنية
- jordan hill - too much heaven كلمات أغنية
- sebadoh - soul mate كلمات أغنية