
sanjoy, tahsan & muza - bhule jabo كلمات أغنية
[verse 1: tahsan]
সকালে উঠে দেখি, দেখি তুমি নেই
রাতের গল্প যেন, স্বপ্নের মতোই
আলতো হাসি মনে, তোমার লাজুক মুখ
বাতাসে হাওয়ায় ভাসি, শুধু তোমার সুখ
[chorus:tahsan]
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সব কথা আমি ভুলবো
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সবই ভুলে যাবো
[verse 2: tahsan]
জানালায় চুপচাপ, চাঁদ ভাসায় আলো আলো
তোমারই ছবি আঁকি, আঁকি আমার আলো
তোমার ছোঁয়া আমি পাওয়ার নেশায় ডুব
তোমারই নাম ডাকি শুধুই তোমার ধূল
[chorus: tahsan]
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সব কথা আমি ভুলবো
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সবই ভুলে যাবো
[verse 3: muza]
সব কিছু ভুলে যাবো
তোমার চোখের গভীরে, তারা ভরা নীল আকাশ
যেন লুকিয়ে থাকে
সব কিছু ভুলে যাবো
তোমার চোখের গভীরে, তারা ভরা নীল আকাশ
যেন লুকিয়ে থাকে
[chorus: tahsan]
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সব কথা আমি ভুলবো
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সবই ভুলে যাবো
كلمات أغنية عشوائية
- chevieew - pain won't go كلمات أغنية
- catt o'brien - damaged كلمات أغنية
- svunds x jon figue x pretty flacco x jay zilla - the way كلمات أغنية
- mphemba prince - intro/trouble كلمات أغنية
- freshito - maxine كلمات أغنية
- osman öztunç - bahtiyar كلمات أغنية
- жасмин (zhasmin) - ночь (noch') كلمات أغنية
- dibson - elle me dit كلمات أغنية
- annett louisan - verdammt lang her (berlin sessions) كلمات أغنية
- big d - the islands كلمات أغنية