
sanjoy & muza - elo bpl كلمات أغنية
[verse 1: muza]
খেলায় মাতো সবাই মিলে
এলাকা কাপাও ছক্কা_চারে
বাংলার হৃদয় উৎসবে নাচে
বিজয় উল্লাস ঘরে ঘরে
[pre_chorus: muza]
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
bpl তোলে ঝড়
দেশে এলো দিন বদল
[chorus: muza]
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
[verse 2: avoidrafa]
এসো দেশ বদলাই
পৃথিবী বদলাই
হাতে হাত ধরে
নতুন করে
আশার আলো ছড়াই
[pre_chorus: avoidrafa]
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
bpl তোলে ঝড়
দেশে এলো দিন বদল
[chorus: avoidrafa]
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
[verse 3: hannan]
ভাই_ব্রাদার ডাক দে, ক আইলো রে bpl
shot করুম gap_এ সব, তর টা তুই বুইজ্জা খেল
আওয়াজ উউবোই বহুত, এডা bpl
আমি তো আর একলা না, আমার লগে তুইও খেল
স্বাধীন support_এ উৎসব পালন জিতলেই
দেখলাই তো সমস্যা বাঙালি চেতলে
তোগো মতো full toss উড়ায়া দেই দেখলেই
সবাই হয় না লেখক এডা_ঐডা লেখলেই
feilding রাখ tight, cover করুম সব drive মাইরা
দোষ দেস মাডের তুই নিজে খেলতে না পাইরা
সবাই আইসে খেলতে লইস না কাউরে হালকায়
বিশ্বাস আছে আজকে, champion হ’বি কালকাই
দরকার পড়বো run প্রত্যেকটা ball_এ ball_এ
cup একটাই আর লড়াই দলে দলে
খেলার ভিত্তেই এডি হার_জিত চলে চলে
কয়জন উপ্রে দা আর বাকিডি তলে তলে
[pre_chorus: muza]
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
bpl তোলে ঝড়
দেশে এলো দিন বদল
[chorus: muza]
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
আবার এলো bpl
এলো bpl, এলো bpl
كلمات أغنية عشوائية
- r316n - popular كلمات أغنية
- leonardo - embriagado de amor كلمات أغنية
- alex faith - atlast كلمات أغنية
- guy marchand - destinée كلمات أغنية
- young belvedere - oakland كلمات أغنية
- jmsn - fool كلمات أغنية
- koldi & jaco - fenek كلمات أغنية
- elliott smith - the last hour كلمات أغنية
- emil jensen - förr eller senare كلمات أغنية
- akroyd smart - nothing really to it كلمات أغنية