kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sanjoy, muza & sliime - karon كلمات الأغنية

Loading...

[verse 1: muza]
তুমি সুখে যেন থাকো
যত দূরে থাকো
করি এই কামনা
তুমি থাকলে থাকো
বাসলে ভালো
মিথ্যা আর কইয়ো না

[pre_chorus: muza]
এই কারণ, সেই কারণ
কত কারণ দেখাইবা?
এই কারণ, সেই কারণ
কত কারণ দেখাইবা?

[chorus: muza]
কারণ কোন দেখাইয়া পালাইবা আমায় ছাইড়া?
আমার মনে আগুন জ্বালাইয়া
কারণ কোন দেখাইয়া পালাইবা আমায় ছাইড়া?
কেন তোমার প্রেমে ফালাইলা?

[post_chorus: muza]
এই কারণ, সেই কারণ
কত কারণ দেখাইবা?
এই কারণ, সেই কারণ
কত কারণ দেখাইবা?
[verse 2: muza]
হায় রে, বুকের ব্যথা মনের কথা বন্ধু না বুঝে
হায় রে, বুকের ব্যথা মনের কথা বন্ধু না খুঁজে
পরান যাবার আগে বন্ধু একটু সময় দে
পরান যাবার আগে বন্ধু একটু সময় দে

[verse 3: sliime]
i just need a minute
baby can you hear me?
i’m tryna rewind back to the beginning
top floor views, come and pay me a visit
cause it ain’t pretty enough if you ain’t in it
no matter how much i gotta pay for the dinners
you know i spend racks anytime you felt down
smile on your face in your princess gown
got me holding your chin while i’m tilting your crown
so lemme just talk my talk, you walk the walk
but you shut me out and draw the chalk
i’m tryna change your mind cause time is short
and now i’m sliding in like tony hawk
so let’s take time, get close, let’s dance
eye contact while i’m holding your hand
tomorrow i might need 100 bands
but tonight baby, i just need one more chance

[chorus: muza]
কারণ কোন দেখাইয়া পালাইবা আমায় ছাইড়া?
আমার মনে আগুন জ্বালাইয়া
কারণ কোন দেখাইয়া পালাইবা আমায় ছাইড়া?
কেন তোমার প্রেমে ফালাইলা?
[post_chorus: muza]
এই কারণ, সেই কারণ
কত কারণ দেখাইবা?
এই কারণ, সেই কারণ
কত কারণ দেখাইবা?

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...